বাড়িতে নিয়মিত তুলসী গাছকে পুজো করেন?ভুলেও করবেন না এইসব জিনিস, সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল।জেনে নিন বিস্তারিত।

হিন্দু রীতিতে যুগ যুগ ধরে অনেক আচার ও বিশ্বাস পালিত হয়ে আসছে।মনে করা হয় সেগুলি না মানলে আমাদের সংসারে অমঙ্গল হয়।হিন্দু বাড়ির সাধারণ নিয়ম অনুসারে প্রতিটি বাড়ি পরিচিত তুলসী গাছ(Besil Tree)র সাথে।তুলসী গাছকে তুলনা করা হয়েছে ঠাকুর নারায়নের প্রতীক হিসেবে।
মূলত ঠাকুর ঘরে বা বাড়ির উঠোনে এই গাছ স্থাপন করা হয়।মাটিতে,টবে বা তুলসী মঞ্চে এ গাছ শাস্ত্র মতে রক্ষা করা হয় এছাড়াও পুজো করা হয়।সকাল ও সন্ধ্যায় পুজো করেন অনেকে সংসারের উন্নতির কারনে।
তুলসী গাছের বিজ্ঞানসম্মত উপকারীতাও আছে। শীতকালে এই তুলসী পাতা খেলে সর্দি কাশি সেরে যায়।এছাড়াও এই গাছ থেকে অক্সিজেন উৎপন্ন হয়।
পুজো করলেও কিছু নিয়ম কানুন আছে যেগুলো অমান্য করলে তুলসী গাছ অশুভ হয়ে মরেও যেতে পারে।নিম্নে সেইসব আলোচনা করা হলো দেখে নিন-
১/তুলসী গাছের আশেপাশে আবর্জনা ফেলবেন না এতে করে তুলসী গাছের পবিত্রতা নষ্ট হবে।নষ্ট হয়ে যাবে তুলসী গাছের উপকারী গুনাগুন।
২/জুতো বা চটি তুলসী গাছের সামনে কখনো খুলতে যাবেন না এতে তার পবিত্রতা নষ্ট হয়।
৩/সন্ধ্যায় তুলসীগাছের তলা অন্ধকার রাখা উচিত নয়।
৪/বিবাহিতরা ছাড়া তুলসীগাছে অবিবাহিতরা হাত দিলে তুলসী গাছ মরেও যেতে পারে।
৫/জলভর্তি বালতি তুলসী গাছের আশেপাশে রাখবেন না এতে সংসারের অমঙ্গল হয়।