HS Routine 2024 – ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন! Download PDF.

HS Routine 2024 – কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক (HS Result 2023) পরীক্ষার ফলাফল। বেলা ১২:০০ টায় প্রেস কনফারেন্স এর মাধ্যমে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হল ২০১৪ সালের HS Routine 2024. যেহেতু ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা বেশ কিছুতে এগিয়ে এসেছে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেও এগিয়ে নিয়ে আসা সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা পর্ষদ।

Advertisements

প্রেস কনফারেন্সে সংসদ সভাপতি জানিয়েছেন ২০২৪ সালে ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। এবছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৪ মার্চ থেকে ২৭ এ মার্চ পর্যন্ত। তবে কি কারণে পরীক্ষায় এগিয়ে আনা হলো তা সরাসরি ভাবে জানায়নি উচ্চশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন – Post office Recruitment – শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে 12828 শূন্যপদে পোস্ট অফিসে GDS নিয়োগ করা হবে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালের রয়েছে লোকসভা নির্বাচন। যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ওপর ভোটের কোনরকম প্রভাব না পড়ে অথবা ভোটের দিনগুলি সঙ্গে পরীক্ষার তারিখ (HS Routine 2024) মিলে না যায় সে কারণেই বেশ কিছুটা পরীক্ষার তারিখ এগিয়ে আনা সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisements

বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এ বছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গত ১৫ মে ট্যুইটে ফল ঘোষণার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন।

জেনে নেওয়া যাক ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন(HS Routine 2024).

  • ১৬ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা।
  • ১৭ ফেব্রুয়ারি ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা।
  • ১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষার পরীক্ষা।
  •  ২০ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা।
  •  ২১ ফেব্রুয়ারি – ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টান্সি বিষয়ের পরীক্ষা।
  • ২২ ফেব্রুয়ারি – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস-এর পরীক্ষা।
  • ২৩ ফেব্রুয়ারি – কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজির পরীক্ষা।
  •  ২৪ ফেব্রুয়ারি – কেমিস্ট্রি, জার্নালিজম, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক ,ফ্রেঞ্জ বিষয়ের পরীক্ষা।
  • ২৭ ফেব্রুয়ারি অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস বিষয়ের পরীক্ষা।
  • ২৮ ফেব্রুয়ারি বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্সের পরীক্ষা।
  •  ২৯ ফেব্রুয়ারি স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা।
HS Routine 2024
Advertisements

এই রুটিন (HS Routine 2024) জানানো হয়েছে উচ্চশিক্ষা পর্ষদের তরফে। যারা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য অনেক শুভকামনা রইল সকালের বার্তা নিউজ পোর্টালের তরফ থেকে, তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও।

আরও পড়ুন – Summer Holidays – মধ্যশিক্ষা পর্ষদের জরুরী নির্দেশিকা স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের জন্য।

Advertisements
Join Join