নিউজ
সময় মতো হাজির হয়ে ধর্ষণ রুখলেন ডিএসপি! বেচে গেলেন কলেজ ছাত্রী,

নিউজ ডেস্কঃ হতে পারতো বড়সড় দূর্ঘটনা। কিন্তু ত্রাতা হিসেবে ঠিক সময়ে হাজির হলেন পুলিশ আধিকারিক।আর তাতেই বেচে গেলেন কলেজ ছাত্রী।ছাত্রীটিকে পর্দা দিয়ে ঢাকা অটোতে করে অপহরন করে ধর্ষনের চেষ্টা চালানো হচ্ছিলো।
তবে পর্দার ফাঁক দিয়ে পুলিশ আধিকারিক ডিএসপি ঐ ছাত্রীর পায়ের নাড়াচাড়া দেখতে পেয়ে পিছু করেন ঐ অটোর।এরপর ঐ অটো আটকে উদ্ধার করেন ঐ ছাত্রীকে।
গ্রেফতার করা হয় দুস্কৃতিদের।ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসার শহরে।ঘটনার দিন ঐ কলেজ ছাত্রী কলেজ যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠলে অটোটি কলেজের রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাওয়া শুরু করে।চালকের পাশে বসা একটি লোক ঐ ছাত্রীর মুখ চেপে ধরে।কিন্তু যে রাস্তা দিয়ে অটোটি যাচ্ছিল সেই রাস্তায় ছিলেন ডিএসপি ভারতী ডগাস।তার চোখে পড়াতেই এ যাত্রায় দূর্ঘটনার হাত থেকে বেচে যায় ছাত্রীটি।