ভারতে সংক্রমণ বৃদ্ধির জেরে, ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সমস্ত যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ

ভারতে ভয়াবহ আকার নিয়েছে করোনা ভাইরাস।এই নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় অনেকেই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে,বাংলাদেশও করেছে। এবার বাংলাদেশ সরকার সড়ক যোগাযোগ সাময়িক বন্ধের কথা ঘোষণা করল।আগামী ১৪ দিনের জন্য ভারতের সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।এর আগেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ করেছে তারা।বাংলাদেশের তরফে জানা গিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত।ভারতের সঙ্গে সোমবার থেকে স্থলপথে সমস্ত যোগাযোগ বন্ধ করার কথা ঘোষণা করল বাংলাদেশ।
তবে এই ১৪ দিন দুদেশের তরফে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলবে।ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমিত হয়েছেন। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ।দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সঙ্কট সহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।বাংলাদেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল মার্চের শেষের দিকে।তবে শুধু বাংলাদেশই নয়, জার্মানি, ইরান, ব্রিটেন, কানাডা, হংকং সহ একাধিক দেশ ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।