
রজত রানা নামে এক সাংবাদিক বলছেন একাদশীর ব্রতের দিন তার মা নাকি গরুর গোবর খান।তিনি এও বলেন দুবার এক চামচ করে গোবর খেলে আমাদের আত্মা, মন সব পরিষ্কার থাকে। এমনকি তিনি নিজেই গোবর খেয়ে দেখালেন। তিনি বলেন এক চামচ করে গোবর খেলে আমদের পুরো শরীর নাকি পবিত্র হয়ে যায়।
তিনি এটাও বলেন যে গোবর খেলে নরমাল ডেলিভারি হবে, সিজারিয়ান এর কোন প্রয়োজন হবেনা। এমনকি ওই ব্যক্তি এটাও বলেন যে তারা ৯ ভাই বোন নরমাল ডেলিভারিতেই হয়েছেন। তার মায়ের কোন অপারেশনের প্রয়োজন হয়নি।এই ব্যক্তির গোবর খাওয়ার ভিডিওটি দেখে নিন।