নিউজ
জরুরি ভিত্তিতে ছাড়পত্র Zydus Cadila-র ভিরাফিন, যা ব্যবহারে অক্সিজেনের নির্ভরতা কমাবে

নিউজ দেস্কঃ কোভিড আক্রান্তদের চিকিৎসায় জাইডাস ক্যাডিলা জরুরি ক্ষেত্রে নিয়ন্ত্রিত ব্যবহারে ছাড়পত্র পেল। সাবালক কোভিড আক্রান্তদের চিকিৎসায় ভিরাফিন (Virafin) পেগিলেটেড ইন্টারফেরন আলফা ২-বি-কে ভারতের ওষুধ নিয়ামক সংস্থা অনুমোদন দিল।সংস্থা জানিয়েছে, ভিরাফিন দ্রুত সুস্থ করে তুলবে। জটিলতাও অনেকটা কমিয়ে দেবে। তবে হাসপাতালের মধ্যে বিশেষজ্ঞদের অনুমতি নিয়েই ভিরাফিন ব্যবহার করা যাবে। অ্যান্টিভাইরাল ভিরাফিন দিয়ে চিকিৎসায় রোগীরা দ্রুত সেরে উঠবেন।
গোটা দেশে ভিরাফিনের পরীক্ষা চলেছে ২০-২৫টি কেন্দ্রে। কোভিড চিকিৎসায় বড় বাধা হয়ে উঠেছে শ্বাসপ্রশ্বাসের সমস্যা। আর এই ভিরাফিন ব্যবহারে অক্সিজেনের উপরে নির্ভরতা অনেকটাই কমে যাবে। ক্যাডিলা হেল্থ কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেকটর শার্ভিল পটেল বলেছেন এই থেরাপি ভাইরালের প্রকোপ অনেকটাই কমাতে সাহায্য করবে৷