Home বলিউড করোনাকালে মানুষের পাশে দাড়িয়ে প্রশংসিত হয়েছেন অভিনেতা সোনু সুদ

করোনাকালে মানুষের পাশে দাড়িয়ে প্রশংসিত হয়েছেন অভিনেতা সোনু সুদ

মুম্বই: করোনা কালে যখন দেশে লকডাউনের কারনে অচলাবস্থা। ঠিক সেই সময় দূর্দশাগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন তিনি। ঘরে ফিরিয়েছিলেন হাজার হাজার শ্রমজীবী মানুষকে।কখনও বাস আবার কখনও প্লেন বা ট্রেনের মাধ্যমে ঘরে ফিরিয়ে রীতিমতো মন জয় করে নিয়েছিলেন দুঃস্থ মানুষের।

আরও পড়ুন :  ট্রান্সপারেন্ট অন্তর্বাসে ভিডিও আপলোড করলেন শার্লিন চোপড়া, নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও

আবার চালু করেছিলেন টোল ফ্রি নাম্বার যাতে মানুষ তাদের সমস্যা ঐ নাম্বারে ফোন করে জানাতে পারে।এছাড়াও তিনি অনাহারী মানুষদের খাদ্যদ্রব্য দান করে পাশে দাড়িয়েছিলেন। আর এইসব কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন হাজার হাজার মানুষের কাছে। তার এত মহান কাঝগুলির জন্য এবার তিনি পেয়ে গেলেন এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড।

আরও পড়ুন :  ভালো সিনেমার জন্যে ভালো পুরুস্কার দেওয়া হয়, কিন্তু খারাপ সিনেমা সে বেলায় কি পুরুস্কার মেলে ?
আরও পড়ুন :  ভালো সিনেমার জন্যে ভালো পুরুস্কার দেওয়া হয়, কিন্তু খারাপ সিনেমা সে বেলায় কি পুরুস্কার মেলে ?

সম্প্রতি এই অ্যাওয়ার্ড এর আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।মঙ্গলবার অর্থাৎ ২৯সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সেরিমনির মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সম্মানে সম্মানিত হয়ে এদিন অভিনেতা সোনু সুদ বলেছেন,”এই সম্মান সত্যি বড় পাওয়া।

আরও পড়ুন :  ইউটিউবে ‘নাচ মেরি রানি’-র প্রায় সাড়ে চার কোটি দর্শক, উচ্ছ্বসিত নোরা ফতেহি

রাষ্ট্রসংঘের থেকে পাওয়া এই সম্মান বিশেষ সম্মানের। যতটুকু করতে পারি করেছি নিজের দেশের জন্য।কোনরকম প্রত্যাশা ছাড়াই নিজের মতো কাজ করেছি।এ সম্মান পেয়ে আমার সত্যি ভীষণ ভালো লাগছে।”

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল