নিউজ ডেস্ক: তারা টলিউডের হিট জুটি। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনা কুমার। দুজনেই চুটিয়ে প্রেম করেন,ঘোরেন,সাইক্লিং করেন,পার্টি করেন।
অনিন্দিতার সাথে আগের হওয়া বিয়েটা টেকেনি গৌরবের।নতুন সম্পর্ক গড়ে উঠেছে দেবলীনার সাথে।যদিও অনিন্দিতা তার নতুন জীবনসঙ্গী টলিউড অভিনেতা সৌরভের সাথে বেশ সুখেই জীবন যাপন করছেন অন্যদিকে দেবলীনা ও গৌরব চুটিয়ে প্রেম করছেন।
বিয়ে এখনো না করলেও গৌরব ও দেবলীনার পরিবার পরস্পর পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় আছে। কিন্তু আজ শনিবার রীতিমতো চমকে দিয়ে দেবলীনা সেজেছেন সম্পূর্ণ নববধূর সাজে।সিথিতে চওড়া সিদুর, হাতে পুজোর ডালা,কপালে টিপ,পরনে লাল টুকটুক শাড়িতে যেন দেবলীনাকে মনে হচ্ছে স্বর্গের অপ্সরা।
ফটোটি অভিনেত্রী স্যোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,”Was trying to pose sexy…..But Boom.couldn’t hold it for long.😝”বলা বাহুল্য ফটোটি স্যোশাল মিডিয়ায় আপলোড হতেই রীতিমতো ভাইরাল। আপনিও দেখে নিন সেই ফটো।