নিউজ ডেস্কঃ অন্যান্য বারের মতোই এবারও লক্ষীপুজোর আয়োজন করা হয়েছিল মহানায়ক উত্তম কুমারের বাড়িতে।তবে তিনি আর এখন নেই। তাই তাঁর বদলে পুজো করেন মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়।
পুজোর আসনে বসেই ধনদেবীর আরাধনা করতে দেখা গিয়েছে মহানায়কের নাতি তথা গৌরবকে।সেখানে ধুতি পড়ে নিষ্ঠাভরে পুজো করতে দেখা গিয়েছে তাকে।এছাড়াও পুজোর যজ্ঞ করেছেন তিনি।এরপর পুজোর ফটো ইন্সটাগ্রামে শেয়ার করেছেন পর্দার মথুর গৌরব চট্টোপাধ্যায়।