নিউজ ডেস্কঃ ছবিতে যেমনটি থাকুননা কেন বাস্তবে তিনি বেশ গম্ভীর ও রাশভারী মানুষ।কিন্তু বর্তমানে ইন্সটাগ্রামে এ এসেছে কিছু নতুন ফিচার যা নিয়ে বেশ আগ্রহী দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা জিৎকে।সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে তার ফ্যানেরা চমকে গেলেও খুশিই হয়েছেন দারুন।কি ছিল এই ভিডিওতে তবে ?
ভিডিওতে দেখা যাচ্ছে বাথরোব পড়ে আছেন জিৎ আর সেই অবস্থায় জুতো খুলে উপরে ছুড়লেন আবার মূহুর্তে সেই উড়ন্ত জুতো পড়েও নিলেন!শুধু তাই নয় প্যান্ট শার্ট পড়ে রেডিও হয়ে গেলেন।স্বাভাবিক ভাবে অনেকের মনে হতেই পারে এ যেন ঠিক এমন ব্যাপার,”রেডি সেডি গো।”