Home টলিউড মডার্ন দূর্গার পাশে মহিষাসুরের ভূমিকায় দেখা গেল খ্যাতনামা বাঙালি সঞ্চালক মীর কে

মডার্ন দূর্গার পাশে মহিষাসুরের ভূমিকায় দেখা গেল খ্যাতনামা বাঙালি সঞ্চালক মীর কে

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো। আর সেই পুজোর আর বেশীদিন নেই। চলতি মাসের পরের মাস অর্থাৎ অক্টোবরের ২২তারিখে মহাষষ্ঠী। চারিদিকে পুজো উপলক্ষে সাজো সাজো রব।চলছে মানুষের কেনাকাটা।বিভিন্ন ফটোশুট নিয়ে ব্যাস্ত অভিনেতা ও অভিনেত্রীরা।

এবার পুজো উপলক্ষে মোবাইল সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে অসুরের ভূমিকায় রোল প্লে করবেন সঞ্চালক মীর আসরাফ আলিকে। মহিষাসুর(মীর)এর বিপরীতে দেবী দূর্গার রুপে রোল প্লে করবেন সঞ্চালক দেবী সাহা। বিজ্ঞাপন এর শুটের অবসরে নানাভাবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন মীর আসরাফ আলি ও দেবী সাহা ।

আরও পড়ুন :  ঝুমা বৌদি উষ্ণ অবতারে নেট দুনিয়ায় ভাইরাল, দেখুন ছবি

মূহুর্তে ভাইরাল হয়েছে মর্ডান অশূর ও মর্ডান দূর্গার সেইসব ছবি যা দেখে বেজায় খুশি নেটজনতা।বিজ্ঞাপন শেষ কিছুদিনের মধ্যে তা পুজোর মন্ডপে,হোর্ডিংএ কোলাজে ছেয়ে যাবে ঐ সব ছবি। সঞ্চালক এর পাশাপাশি মীর রেডিও জকিতেও সমানতালে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন :  পাগল হয়ে গেলেননাকি সারা আলী খান? ভিডিও ভাইরাল হতেই ট্রলের শি'কা'র সারা আলী খান!

এছাড়া তিনি বিভিন টলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন।তবে এই বিজ্ঞাপন সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করলে মীর বলেছেন এই ধরনের শুটিং বেশ সুন্দর উপভোগ করছেন। অন্যদিকে দেবী বলেছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দূর্গাপূজা আর তাতে দেবী দূর্গার অভিনয় করে তিনি ভীষণ খুশি।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল