নিউজ ডেস্ক : সোনু নিগম তার নিজস্ব প্রতিভার জেরে বহুদিন থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে স্বমহিমায় বিরাজমান। গানপ্রেমী মানুষদের বারবার পাগল করে তুলেছে তার এই অসাধারণ প্রতিভা। সোনু নিগম তার অসাধারণ মিস্টি গলার সুরে বারবার কাছে টেনে নিয়েছে গানপ্রেমী মানুষদের।
গানের জগতের অসাধারণ এই শিল্পী নিজের প্রতিভার জেরে একটি গানের সাথে আরেকটি গান জুড়ে মাস হাপ তৈরী করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। গানের লড়াই খেলতে গেলে সাধারণত একটি গানের শেষ অক্ষর দিয়ে অন্যজন আরেকটি গান গায় কিন্তু এখানে তেমনটা হলেও পার্থক্য একটাই সমস্ত গান সোনু নিগম নিজেই গাইছেন।
এর আগেও অন্যের গলা নকল করে তাক লাগিয়ে দিয়েছিলেন সোনু নিগম। এবারেও সোনুর অসাধারণ প্রতিভা দেখতে চাইলে মিস করবেননা এই ভিডিওটি। অবশ্যই দেখুন ভিডিওটি কারণ এই ভিডিও শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হওয়ার সাথে সাথে প্রশংসা ও কমেন্টের ঝড় বইছে।