নিউজ ডেস্ক: করোনা আতঙ্ক অনেকটাই কেটেছে। স্বাভাবিক হয়েছে জীবন যাপন। এরই মধ্যে সময় বের করে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। নিজের গার্লস গ্যাঙের সাথে প্রতিবার সময় কাটালেও এবার কিন্তু সেখানে তাদের দলে হাজির অন্য কেউ।
আর সেটা আর কেউ নন তাপসীর বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো। আর সেখানে গিয়েই তাপসীদের সাথে একটি ভিডিও রেকর্ডিং করেছেন ম্যাথিয়াস।নাম দিয়েছেন “বিগিনি শুট।” সেই বিগিনি শুট আপাতত স্যোশাল মিডিয়ায় ভাইরাল।
“সাথ নিভানা সাদিয়া”র কৌউন থা যে প্যারোডি বানিয়েছিলেন যশোরাজ।ঠিক সেই সুরই বিগিনি শুট ব্যবহার করেছেন তাপসীরা।এই ভিডিওতে মজে আছেন নেটজনতা। এই প্রথম তাপসীকে প্রকাশ্যে দেখা গেল বয়ফ্রেন্ড ম্যাথিয়াস এর সঙ্গে।
এদিকে বয়ফ্রেন্ড ম্যাথিয়াস ও বান্ধবী তাপসীর সাথে ফটোশুট করে শেয়ার করেছেন স্যোশাল মিডিয়ায়।নীল জল আর সাদা বালির সৈকতে দুজনকে দেখে যেন মনে হচ্ছে এক অনন্য জুটি।