নিউজ ডেস্কঃ বলিউড অভিনেত্রী শামা দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত থাকার কারনে বেশ পরিচিত একটি মুখ।আর স্যোশাল সাইটেও তার ফলোয়ার কম নয়।তাই পেশার খাতিরেই মাঝে মধ্যে আপলোড করেন নিজের কিছু ফটো বা ভিডিও।বলা বাহুল্য নিমেষেই তা জয় করে নেয় নেটিজেনদের মন।
শামার ইনস্টাগ্রাম প্রোফাইলে বর্তমানে ফলোয়ারের সংখ্যা প্রায় সতেরো লক্ষেরো বেশি।যারা প্রতিনিয়ত চোখ রাখছেন শামার প্রোফাইলে।যার ফলে শামার যে কোনো ফটো বা ভিডিও খুব অল্প সময়ে লাইকের বন্যা বয়ে যায় ও ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি আবার ভাইরাল শামা।তবে এবার তিনি দিয়েছেন একটি অন্তর্বাস পরিহিত ছবি।যা মূহুর্তে ভাইরাল হয়েছে।আপনিও দেখে নিন সেই ফটো।