বড় ঘোষণা কেন্দ্রের ১ মে থেকে এবার ভ্যাকসিন পাবেন ১৮ বছরের ঊর্ধ্বে সবাই

নিউজ দেস্কঃ কেন্দ্র জানাল ১৮ বছর থেকেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন। এতদিন ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স ছিল তাঁরাই কেবল ভ্যাকসিন নিতে পারছিলেন। এবার ভ্যাকসিন দেওয়া হবে নতুন প্রজন্মকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ সবচেয়ে বেশি ক্ষতি করছে নতুন প্রজন্মকে।করোনায় কাবু হচ্ছে মূলত ১৫ থেকে ৪৫, অন্যদিকে ছাড় পাচ্ছে না সদ্যোজাতোরাও। তাই এবার দেশজুড়ে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন। ১ মে থেকে মিলবে ভ্যাকসিন, তবে জোর দিতে হবে সচেতনতায়। পরতে হবে মাস্ক। দৈনিক সংক্রমণ রোজই বাড়ছে হু হু করে। তাই সাবধানতা, কোভিড বিধি মেনে রাস্তায় বেরোন।
এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন। ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা, সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাৎ প্রস্তুতকারী সংস্থা রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে, এমনই সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে কিনতে পারবে রাজ্য সরকার।
সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়া যায়। বেসরকারি হাসপাতালে ২৫০ টাকা করে লাগে৷তবে দেশ জুড়ে ভ্যাকসিনের আকাল শুরু হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে প্রথম ডোজ পেয়ে যাওয়ার পর দ্বিতীয় ডোজ পেতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে অনেককে। আবার প্রথম ডোজের জন্যও ডেট পাওয়া যাচ্ছে না। ভ্যাকসিন কেন্দ্রে জিজ্ঞাসাবাদ করলে তারা জানাচ্ছেন, পর্যাপ্ত ভ্যাকসিন নেই।