নিউজ
আরশোলাকে মারতে গিয়ে নিজেই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

নিউজ ডেস্কঃ প্রতিটি বাড়িতে কম বেশি আরশোলার জ্বালাতন দেখা যায়।আর এর থেকে নিস্তার পাবার জন্যে যত কিছ ব্যবহার করা সম্ভব সবাই করে।তেমনই এক যুবক কীটনাশক ব্যবহার করে করেও যখন কোন লাভ হয়নি তখন নিরুপায় হয়ে মাথায় হঠাৎই বুদ্ধি আসে আগুন লাগিয়ে নিপাত করবেন আরশোলার বংশকে।ব্যাস যেমনই ভাবা তেমনি কাজ আগুন লাগিয়ে দেন ঐ আরশোলার ডেরাতে সাথে স্প্রে করেন কীটনাশক।
আর তাতেই ঘটে বিপত্তি। গোটা বাড়িতে আগুন ধরে যায়।কীটনাশক স্প্রে করার সময় যে আগুন জ্বালাতে নিষেধ করার কথা লেখা থাকে তা বেমালুম ভুলে গিয়েছিলেন ঐ যুবক।যদিও সেই সময় ঐ বাড়ির বাকি সদস্যরা বাড়িতে ছিলেন না।যার জেরে তারা প্রানে বেচেঁ গেলেও।যুবকটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।