Advertisement

Flipkart- এ কৰ্মী নিয়োগ হতে চলেছে! বেতন 15000 থেকে 25000, অনলাইনে আবেদন | Flipkart careers 2023

পড়াশোনা শেষ করে আপনি কোন চাকরি খুঁজছেন কি? তাহলে আপনার জন্য দারুণ একটি চাকরির খবর রয়েছে।
এই চাকরির সুযোগ করে দিয়েছে দেশের অন্যতম বড় ই-কর্মাস সংস্থা ফ্লিপকার্ট। দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম হল ফ্লিপকার্ট। দৈনন্দিন জীবনের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক জিনিস সহ একাধিক সামগ্রী এই প্লাটফর্মে পাওয়া যায়। ই-কমার্স সেক্টরে ফ্লিপকার্ট বর্তমানে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে।

এবার Flipkart একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে। সংস্থার Flipkartcareers.com সাইটে ফ্লিপকার্টে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। যে যে পদে কর্মী নিয়োগ করা হবে, উক্ত শূন্যপদে নিয়োগকারী প্রার্থীরা ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা পাবেন। নবাগতরা যেমন এই শূন্যপদে আবেদন করতে পারবেন, তেমনই অভিজ্ঞ ব্যক্তিরাও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি,বেতন কত,আবেদন পদ্ধতি কি বিস্তারিত আলোচনা করা হল দেখুন-

আরও পড়ুন – Madhyamik Result – খুলে দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর ওয়েবসাইট, এখুনি নম্বর দেখুন।

Flipkart careers – পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদে নিয়োগ করা হবে আরও জানতে হলে flipkartcareers.com সাইটে ভিজিট করুন। সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। নবাগত ও অভিজ্ঞতা সম্পন্ন- উভয় প্রার্থীরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

Flipkart careers বয়সসীমা

উক্ত পদের জন্য আবেদন করতে আবেদনকারীর বয়স নুন্যতম ১৮ বছর হতে হবে। এছাড়াও ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন ও আবেদন পদ্ধতি ( How to apply Flipkart careers? )

উক্ত শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের প্রতি মাসে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। অনলাইনের মাধ্যম প্রার্থীদের আবেদন করতে হবে। এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের ফ্লিপকার্টের অফিশিয়াল ওয়েবসাইট- https://www.flipkartcareers.com গিয়ে আবেদন জানাতে হবে।

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ফ্লিপকার্টের অফিশিয়াল ওয়েবসাইটে ভিসিট করে দেখে নেবেন। আর দেরি না করে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করে ফেলুন।

অফিশিয়াল ওয়েবসাইট- https://www.flipkartcareers.com

আরও পড়ুন – ইন্টারভিউ এর মাধ্যমে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে! উচ্চ মাধ্যমিক পাশে মাসিক বেতন 25,300 টাকা।

Related Articles

Back to top button