Home রেসিপি ও রান্নাবান্না ছুড়ি ছাড়াই আনারস ছাড়ানো এতই সহজ, না দেখলে বিশ্বাস হবে না, দেখুন...

ছুড়ি ছাড়াই আনারস ছাড়ানো এতই সহজ, না দেখলে বিশ্বাস হবে না, দেখুন সেই ভিডিও

নিউজ ডেস্ক: আনারস এমন একটি ফল যা ছাড়ানোর ভয়ে অনেকেই এই ফল বাড়িতে আনেন না। আর তাই স্বভাবতই মুখে দেওয়াও আর হয়ে ওঠেনা। আনারস রসে ভরা টইটুম্বুর ফল হলেও একে ছাড়ানো কিন্তু সোজা বিষয় নয়।

আরও পড়ুন :  কম সময়ে তৈরী করে ফেলুন ফুলকপির চপ

তবে যদি ব্যাতিক্রম ঘটনা ঘটে অর্থাৎ এই আনারস যদি সহজেই ছাড়িয়ে খাওয়ার সুযোগ হয় তবে!বিশ্বাস হচ্ছে না তো?তবে শুনুন কোনরকম সরঞ্জাম ছাড়াই বিনা ছুড়িতে আনরস ছাড়িয়ে দেখালেন এক ব্যাক্তি।যা বতর্মানে রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন :  চলুন দেখে নেই ভোগের খিচুড়ির রেসিপি

নেটজনতা অবাক এই ভিডিও দেখে কারন শুধুমাত্র খালি হাতে আনারসটি কাটা হচ্ছে। এই ভিডিও স্যোশাল মিডিয়ায় আসার পরই মাত্র তিন মিনিটের মধ্যেই দেড় কোটির বেশী জনতা এই ভিডিও দেখে ফেলেছেন।শেয়ার করেছেন দেড় লক্ষের বেশী নেট নাগরিক।দেখে নিন সেই আনারস ছাড়ানোর ভিডিওটি।

আরও পড়ুন :  ভাজা তেলকে পরিশোধিত করে পুনরায় ব‍্যবহারযোগ্য করে তোলা যায়, চলুন দেখে নেই পদ্ধতিগুলো
আরও পড়ুন :  ভোজনপ্রিয় বাঙালির আজকের রেসিপি "মশলাই মাংস"

 

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল