Forest Department Recruitment – বর্তমানে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ভারতবর্ষে বেড়েই চলেছে। তারমধ্যে নতুন চাকরির খবর আশা এক বিশাল সুখবর। তেমনি এক নতুন রাজ্য সরকারের চাকরির বিজ্ঞপ্তি বেরোলো শুক্রবার। বন বিভাগে কর্মখালির (Forest Department Recruitment) জন্য বেরোল এই বিজ্ঞপ্তি। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে সমস্ত তথ্য।
Forest Department Recruitment -কোন পদে নিয়োগ করা হবে?
রাজ্যে বন সহায়ক পদের জন্য নিয়োগ করবে সরকার। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় থাকছে কর্মখালি। বনো সহায়ক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে?
আপনাকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যিক এবং একইভাবে সংরক্ষিত শ্রেণীদের জন্য ছাড় পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে গেলে আবেদনকারী কে কমপক্ষে যে কোন সরকার স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
আরও পড়ুন – Ladli Behna Yojana – কেন্দ্রীয় নতুন প্রকল্পে মহিলারা মাসে পাবেন ১ হাজার টাকা।
কর্মীদের বেতন কত দেওয়া হবে?
যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে (Forest Department Recruitment) নিযুক্ত হবেন তাদের মাসিক ১০ হাজার টাকা করে বেতন দেবে রাজ্য সরকার। তবে বেতন আরো বাড়বে কিনা সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
এই চাকরিতে (Forest Department Recruitment) কিভাবে আবেদন করবেন ?
আবেদনের জন্য আপনাকে আবেদন পত্র টি ফিলাপ করতে হবে। মূল বিজ্ঞপ্তিটির সঙ্গে আবেদন পত্রটি জোড়া রয়েছে। স্মৃতিকে ডাউনলোড করে নেওয়ার পর ঠিকঠাকভাবে ফিলাপ করুন এবং ওখানে চেয়ে থাকা প্রয়োজনীয় ডকুমেন্টগুলি তার সঙ্গে জুড়ে দিন। এরপর সেলফ এসিস্ট্যান্ট করান। এরপর সমস্ত কিছু একসঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। এ বিষয়ে আরো বিশদে জানার জন্য আপনি বনবিভাগের ওয়েবসাইট http://westbengalforest.gov.in// থেকে ঘুরে আসতে পারেন। আপনি এই ওয়েবসাইটে গেলে ফর্মটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।
ফ্রম টি পাঠানোর ঠিকানা: Directorate of Forests Office of the Principal Chief Conservator of Forests (HoFF) Aranya Bhawan, Block: LA-10A, Salt Lake City, Sector-III, Kolkata: 700 106.
প্রার্থীদের বিভিন্ন পরীক্ষা এবং ইন্টারভিউতে পাওয়া নাম্বার এর মাধ্যমে তাদেরকে এই পদের জন্য নিয়োগ (Forest Department Recruitment) করা হবে। এই পথটিতে পুরোপুরি এক বছরের কন্ট্রাক্ট বেশিসে নিয়োগ করবে রাজ্য সরকার । তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি আবেদন পত্রটি ডাউনলোড করুন এবং আবেদন পত্রটি পূরণ করে ওপরের দেওয়া এড্রেসে পাঠিয়ে দিন। হয়তো আপনি এই চাকরিটি পেয়ে যেতে পারেন।
- আবেদন পত্রটি – এখানে পাবেন।
আরও পড়ুন – Haldia Job Vacancy – কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই হলদিয়া শিল্পাঞ্চলে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ।