অবিশ্বাস্য ঘটনা ! Ola টু-হুইলার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে একটি গাধা, দেখুন সেই ভিডিও

ওলা ই-স্কুটারগুলি লঞ্চের পর থেকেই বেশ কয়েকটি সমস্যার সাক্ষী হয়েছে গ্রাহকরা।একের পর এক ই-স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে আসছে।এবার মহারাষ্ট্রের এক ব্যক্তি ওলা ই-বাইক কাস্টমার কেয়ারের নির্লজ্জ মনোভাবের প্রতি তার ক্ষোভ প্রকাশ করার জন্য অনন্য এক উপায় বেছে নিলেন।সে দুচাকার গাড়িটিকে একটি গাধার সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যায়। শুধু তাই নয়, ওলা ই-বাইক কেনার বিরুদ্ধে লোকেদের কাছে আবেদন জানিয়ে ব্যানারও বেঁধেছেন।সেখানে লেখেন, “এই প্রতারক কোম্পানি থেকে সাবধান”, “Ola টু-হুইলার কিনবেন না”।
View this post on Instagram
পার্লির শচীন গিত্তে নামের ওই ব্যক্তি ২০২১র সেপ্টেম্বরে ওলা ইলেকট্রিক টু-হুইলার কিনেছিলেন।এই বছরের জানুয়ারিতে স্কুটারটি কাজ করা বন্ধ করে দেয়। কোম্পানির গ্রাহক পরিষেবা বিভাগের বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি।প্রতিবারই একজন মেকানিক পাঠিয়েছে ওলা। কিন্তু মেকানিক স্কুটার ঠিক করতে পারেনি।কোম্পানির গ্রাহক পরিষেবা বিভাগে বেশ কয়েকবার কল করেও কোন সমাধান পাননি তিনি।তাই হতাশ হয়ে প্রতিবাদের এই অনন্য উপায় বেছে নেন ওই ব্যক্তি।