
নিউজ ডেস্ক: বিশ্বের নানা প্রান্তের ব্যাবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করতে পারছেননা বলেই জানা গিয়েছে।ডেস্কটপ বা মোবাইল ফোন কোনক্ষেত্রেই ঠিকমতো বার্তা আদান প্রদান করা যাচ্ছে না।আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকেই অ্যাপটি ব্যবহারে সমস্যার সৃষ্টি হয়েছে।ভারত,বাংলাদেশ,যুক্তরাষ্ট্র, ইউরোপ,দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন দেশ এই সমস্যার সম্মুখীন হয়েছে।ব্রিটিশ সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে তাদের দেশে স্থানীয় সকাল ১০ টা থেকে এই সমস্যা শুরু হয়েছে।
ইতিমধ্যে অনেকেই স্যোসাল মিডিয়া ফেসবুক, টুইটারে এই সমস্যার কথা তুলে ধরে পোস্ট করেছেন।ব্যবহারকারীরা পোস্টে বলেছেন মেসেঞ্জারে মেসেজ পড়তে যেমন সমস্যা হচ্ছে তেমনি বোঝা যাচ্ছে না কে অ্যাক্টিভ আর কে অ্যাক্টিভ নয়।জানা গিয়েছে ব্রিটেনে প্রতি মিনিটে ২ হাজার ৪০০ জন ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ করে থাকেন। মেসেঞ্জারে ছবি আদান প্রদান, ফোন বা মেসেজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।অন্যদিকে কয়েকদিন আগেই মেসেঞ্জারে ‘ভ্যানিস মোড’ নামে একটি নতুন ফিচার এসেছে যা ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ডিলিট হয়ে যাবে।হোয়াটস অ্যাপে ডিসঅ্যাপিয়ারিং ফিচার যুক্ত হওয়ার ১০ দিনের মাথায় এই নতুন ফিচার এলো ফেসবুকে। এবিষয়ে ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে ‘ভ্যানিস মোড’ ব্যবহার করলে মেসেঞ্জার ও ইন্সটাগ্রামে মেসেজ,ছবি,ইমোজি, জিআইএফ,স্টিকার, ভয়েস মেসেজ প্রাপক দেখার পরে পরে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।