ভাইরাল
গভীর ভালোবাসা, অন্ত্বসত্তা অনুষ্কাকে বিরাটের প্রশ্ন “খেয়েছো তো?” মন ছুঁয়ে গেল নেটিজেনদের

নিউজ ডেস্কঃ আইপিএল শুরু হওয়ার আগেই স্যোশাল মিডিয়া মাধ্যমে ভারতীয় অধিনায়ক বিরাট জানিয়ে দিয়েছেন নতুন বছরের শুরুতেই তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। অন্ত্বসত্তা অনুষ্কা আছেন আমিরশাহিতেই। এমতাবস্থায় চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচের ঠিক প্রাক মূহুর্তে নিজের টিমের সাথে ব্যাস্ত অধিনায়ক বিরাট।
ঠিক তখনই মিটিংয়ের ফাঁকে ইশারায় গ্যালারিতে বসা স্ত্রী অনুষ্কার কাছে জানতে চান তিনি খেয়েছে কিনা।পাল্টা অনুষ্কাও থামস আপ দেখিয়ে সাড়া দিয়ে বলেন তিনি খেয়েছেন। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও দেখার সাথে সাথেই উচ্ছ্বসিত নেট জনতা।স্ত্রী অনুষ্কার প্রতি কতটা দায়িত্ববান বিরাট এই ভিডিওতে সেটাই ফুটে উঠেছে।
https://www.instagram.com/p/CG4LZh8J2dj/?utm_source=ig_web_copy_link