গেইল একাই ‘১০০০’, শতরান মিস করায় মাঠে ছুঁড়ে ফেললেন ব্যাট

নিউজ ডেস্ক: রাজকীয় মেজাজটা বোধ হয় ক্রিস গেইলের ক্ষেত্রে মানায়।শূক্রবার ছিলো রাজস্থান রয়ালসের বিরুদ্ধে ম্যাচ।নিজের ব্যাটের সাহায্যে এদিন সমস্ত লাইমলাইট ক্রস করলেন তিনি।
৮ টি ছয় ছিলো ৯৯ রানের ইনিংসে।বিশ্ব ক্রিকেটের ইতিহাসে রেকর্ড করলেন তিনি।৪১০টি T20 ম্যাচ খেলতে গিয়ে তিনি ১০০১ টি ছয় তুলেছেন। অল্পের জন্য শতরান মিস করাতে সিংহের মতো গর্জন করে ওঠেন তিনি।আর তা দেখেন বিভিন্ন প্রান্তে বসা বিভিন্ন দেশের দর্শকরা।
জোফ্রা আচার্যের বলে তিনি যখন বোল্ড হয়ে পড়েন নিজের প্রতি রাগে ক্ষোভে নিজের ব্যাট মাঠে ফেলে দেন।তবে ভোলেননি তিনি পেশাদারিত্ব ফলে যেই জোফ্রার বলে তিনি আউট হয়েছেন তার এগিয়ে দেওয়া হাতে স্পোর্টিংলি করমর্দন করেছেন ক্রিস।
এখানেই শেষ নয় এরপর দেখা যায় ব্যাটের মাথায় হেলমেট ঢুকিয়ে মাঠ ছাড়ছেন গেইল।তবে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৫ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব।