নিউজ
নতুন বছরের শুরুতে সুখবর রাজ্য সরকারী কর্মচারীদের

নিউজ ডেস্কঃ নতুন বছরের শুরুতে শুরুতে সুখবর।রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুখবর।নতুন বছরের শুরুতেই ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের।
রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও এবার মহার্ঘ ভাতা পাবেন ৩ শতাংশ হারে। সামনেই বিধানসভা ভোট আর তার আগে এমন ঘোষণা করাকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শনিবার নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।যাতে বলা হয়েছে যেসব রাজ্য সরকারী কর্মচারীর বেতন ২ লক্ষ ১ হাজার টাকার বেশি তারাও ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা(DA) পাবেন।এর অর্থ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, কর্পোরেশন চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এছাড়াও উচ্চ পদস্থ কর্মচারীরা এই মহার্ঘ ভাতা পাবেন।