নিউজ
সুখবর! এবার সস্তায় মিলবে পেঁয়াজ সরকারের নতুন প্ল্যান

নিউজ ডেস্কঃ হু হু করে বেড়ে চলেছে পেঁয়াজের দাম।পেঁয়াজের ঝাঁজে যেমন চোখ দিয়ে জল পড়ে তেমনি কিনতে গিয়েও কান্না পাওয়ার মতো অবস্থা হয়েছে সাধারণ মানুষের।প্রতি কেজি পেঁয়াজের মূল্য বাড়তে বাড়তে বর্তমানে ৭৫ টাকায় গিয়ে ঠেকেছে।এমতাবস্থায় পেঁয়াজের দামে রাশ টেনে ধরার জন্য উদ্যোগ নিলো কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে এবার আফগানিস্তান থেকে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানি করবে কেন্দ্র।সরকারের প্লান মাফিক প্রতিদিন ৪০০০ টন পেঁয়াজ আসবে দেশে।মনে করা হচ্ছে এতে পেঁয়াজের দাম অনেকটাই কমবে।যদিও আগামী এক মাসের মধ্যে নতুন ফসল পেঁয়াজ বাজারে চলে আসবে। এই মূহুর্তে দেশে ২৫হাজার টন পেঁয়াজের বাফার স্টক রয়েছে সরকারের কাছে তবুও এই পেঁয়াজ একমাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে।তাই এই আমদানির সিদ্ধান্ত। সবমিলিয়ে কিছু দিনের মধ্যেই দাম অধেকটাই কমে আসবে এমনটাই ভাবা হচ্ছে।