বেসিন পরিস্কার করতে কষ্ট হচ্ছে?রইলো বেসিন পরিস্কারের কিছু সহজ অসাধারণ ঘরোয়া টিপস।

অনেক ঘসামাজা করলেও অনেক সময় বেসিন পরিস্কার হতেই চায়না।এ অবস্থায় কি করনীয়।আজ বেসিন পরিস্কার করার জন্য কিছু টিপস তুলে ধরবো আমরা।চলুন দেখে নিন সেসব টিপস।
১/স্বচ্ছ কাচের বেসিন:
এই ধরনের বেসিনে দাগ ছোপ দূর করতে ভিনিগার জলে মিশিয়ে ব্যবহার করুন।বেসিন পরিস্কারের পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
২/পোর্সেলিনের ওয়াশ বেসিন:
এই ধরনের বেসিন পরিস্কার
করতে ব্যবহার করুন বাসন মাজা লিকুইড সোডা কয়েক ফোটা,লেবুর রস ও বেকিং সোডা কয়েক ফোটা মিশিয়ে মিশ্রণটি বেসিনে লাগিয়ে রাখুন।কিছুক্ষণ পর স্ক্রাবার দিয়ে ঘসে ধুয়ে নিন।
৩/সিরামিকের বেসিন:
সিরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না।লিকুইড বা গুড়ো সাবান ব্যবহার করুন পরিস্কার করতে।
৪/সিংকের বেসিন:
সিংকের ড্রেন বন্ধ হলে ড্রেনের মুখে নেট ব্যবহার করলে খুব দ্রুতই তা পরিস্কার করা যায়।এই ধরনের বেসিন পরিস্কার করতে লিকুইড বা গুড়ো সাবান স্ক্রাবার দিয়ে ঘসে ধুয়ে ফেলুন।এরপর ডেটল দিয়ে চারপাশ ধুয়ে মুছে পরিস্কার করুন।
সবশেষে বলা যায় যে গুড়ো বা লিকুইড সাবান ব্যবহারের সময় সেখানে ব্লিচিং পাউডার ব্যবহার করলে বেসিন খুব তাড়াতাড়ি পরিস্কার হবে।এছাড়াও বেসিনের কলের মুখ সবসময় বন্ধ রাখুন।কারন জলের দাগ সবসময় স্থায়ী হয়ে থাকে।