Home স্বাস্থ্য ও শরীরচর্চা এবার সম্পর্কের আলো জ্বালাতে, এই দীপাবলিতে শুধু চুমু খান

এবার সম্পর্কের আলো জ্বালাতে, এই দীপাবলিতে শুধু চুমু খান

নিউজ ডেস্কঃ চুম্বন এমন একটি জিনিস যা যুগে যুগে কবি সাহিত্যিকরা নানাভাবে তুলে ধরেছেন লেখায়।বিতর্ক পিছু ছাড়েনি।আবার জনপ্রিয়তাও কম হয়নি।চুমু খাওয়া হয় মূলত আনন্দ উপভোগ করার জন্য তবে হয়তো অনেকেই জানেন না চুমুর উপকারীতা কি কি ?

স্বাস্থ্যের দিক দিয়ে চুমুতে অনেক উপকারীতা আছে।স্বাস্থ্যের বিচারে চুমু নিয়ে বিশেষজ্ঞ, গবেষক ও লেখকরা নানাভাবে চুমুকে বিশ্লেষণ করেছেন।দেখে নেওয়া যাক এবার তারা কিভাবে নিয়েছেন চুমুকে।
তাদে মতে চুম্বন হলো ‘মুড বুস্টার’ একটি কোয়ালিটি চুম্বন শরীর ও মনকে দূর্দান্তভাবে প্রানবন্ত করে তোলে।”কিসিং এভরিথিং ইউ এভার ওয়ান্টেড টু নো অ্যাক ওয়ান ওফ লাইফস সিউটেস্ট প্লেজারস”-এর লেখক আন্দ্রে দেমিরোজিয়ান এর মতে,এটি একটি মাইক্রোওয়ার্ক আউট।এই বইটি আগে প্রকাশিত হলেও লকডাউনে মানুষ ভালোভাবে বুঝতে পারলেন বইটিকে।চুম্বন কি কি উপকারীতা জানা গিয়েছে দেখা যাক পরপর-
১)উচ্চ রক্তচাপের সমস্যা কমে।
২)অঙ্গ প্রত‍্যঙ্গে স্বাভাবিক রক্ত চলাচল বজায় থাকে।
৩)মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাবজনিত ব‍্যাথা কমাতে সাহায‍্য করে গভীর একটি চুম্বন।
৪)দাঁতের ক্ষয় রোধ করে চুম্বন।
৫)চুম্বনে লালারস দ্রুত প্রবাহিত হয় তাই ক‍্যাভিটি,মাড়ির ক্ষয় ও দাঁতের সমস্যা দুর হয়।
৬)দ্রুত চাঙা করে শরীর।
৭)শরীরের ‘হ‍্যাপি হরমোন ‘দ্রুত নিঃসরন ঘটাতে সাহায্য করে।
৮)মাথার বিভিন্ন রাসায়নিক কাজ করে ভালো ভাবে।
৯)ক‍্যালোরিও বার্ন করে।প্রতি চুমুতে শরীরে ৮-১৬ ক‍্যালোরি বার্ন হয়।(দেমিরোজিয়ান)
১০)মুখের কলা ও পেশী টোনড থাকে(দেমিরোজিয়ান)

আরও পড়ুন :  জেনেনিন কাজুবাদামের পুষ্টিগুন
আরও পড়ুন :  জেনেনিন কাজুবাদামের পুষ্টিগুন

সবশেষে বলতে হয় চুম্বন বা চুমু হলো সেক্সুয়াল কমপ‍্যাটিবিলিটি মাপার ব‍্যারোমিটার এর মতো।জীবন সঙ্গী বানানোর মানুষটিকে এটির মাধ্যমে অল্প বিস্তর চিনেও নিতে পারেন।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল