Home স্বাস্থ্য ও শরীরচর্চা আমাদের কেটে গেলে ব‍্যান্ডেজ ব‍্যাবহার করি, কিন্তু জানেন কি এই ব‍্যান্ডেজ আবিষ্কারের...

আমাদের কেটে গেলে ব‍্যান্ডেজ ব‍্যাবহার করি, কিন্তু জানেন কি এই ব‍্যান্ডেজ আবিষ্কারের গল্প ?

নিউজ ডেস্কঃ জানেন কি আমাদের কেটে গেলে যে ব‍্যান্ডেজ ব‍্যাবহার করি তা কে আবিষ্কার করেছেন? তবে চলুন আজ দেখে নেই সেই ব‍্যান্ডেজ আবিষ্কারের গল্প।
আর্ল ডিকসন (Earle Dickson) এই ব‍্যান্ডেজের আবিস্কারক।তিনি দেখতেন তার স্ত্রী সবজি কাটার ও রান্নার সময় প্রায়ই প্রায় হাত কেটে ফেলতেন বা পুড়িয়ে ফেলতেন।আর স্বাভাবিক ভাবে স্ত্রীর কষ্ট দেখে তিনিও ব‍্যাথিত হতেন।সেই সময় আর্ল ডিকসন কাজ করতেন জনসন এন্ড জনসন কোম্পানিতে।স্ত্রীর এহেন কষ্ট দেখে তিনি ওই কোম্পানির দুটো পণ্য যথা -টেপ ও গজ কাপড় একখানে করে এই ব্যান্ডেজটি বানিয়েছিলেন।

আরও পড়ুন :  পুরুষাঙ্গ দৈর্ঘ্যে ছোট হলেই কি পৌরুষ কম? জানুন বিশেষজ্ঞের মতামত

সেখান থেকেই এই বৈপ্লবিক ফার্স্ট এইড ব‍্যান্ডেজের সৃষ্টি।এরপর স্ত্রীর কেটে যাওয়ার পর এটি লাগাতেই উপকার মিলেছিল। আর তা দেখে তিনি তার বসকেও এই ব্যান্ডেজটির কথা জানিয়েছিলেন।বস তার আবিস্কারে কনভিন্স হয়ে এটিকে জনসন এন্ড জনসন ব্র্যান্ডের আন্ডারে Band-Aid নামে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে দেন।আর বাজারে আসার পরই এটি সীমাহীন জনপ্রিয়তা লাভ করে।এখনো অত‍্যধিক জনপ্রিয় Band-Aid এর ব্যান্ডেজ।

আরও পড়ুন :  জানেন কি চরম ক্ষতি হতে পারে ডায়পারে, শিশুর শরীরে প্রবেশ করতে পারে রাসায়নিক
আরও পড়ুন :  ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পেতে রইলো কয়েকটি চমৎকার টিপস।

১৯২০ সালে।আর্ল ডিকসন এই ঐতিহাসিক আবিস্কারটি করেছিলেন।এমনটাই জানা গিয়েছে।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল