গলায় আটকে যাওয়া মাছের কাঁটা বের করার পাঁচটি সহজ উপায় জেনে নিন।

মাছ খেতে যারা ভালোবাসেন তাদের মাছের কাটা গলায় আটকায়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।কাজের তাড়াহুড়োতে অনেকেই খেতে বসে মাছের কাটা ঠিকমতো না বেছেই খেয়ে নেয়।যারফলে অনেক সময় গলায় কাটা আটকে যায়।আর এরপরেই শুরু হয় যত বিপত্তি।অসম্ভব অসস্তি বোধ হয় গলায়।তাই আজ আপনাদের জন্য তুলে ধরা হলো মাছের কাঁটা গলা থেকে বের করার কিছু টোটকা পদ্ধতি।
অলিভ অয়েল :এটি পিচ্ছিল এবং কাঁচা খেলেও সমস্যা নেই।তাই কাঁটা গলায় আটকে গেলে এক চামচ অলিভ অয়েল খেয়ে নিতে পারেন। গলার কাটা নেমে যাবে।
কোক:বাড়িতে কোক থাকলে যতটা পারেন খেয়ে নিন।কারন কোক কাটা নরম করতে সাহায্য করে।কোক খেলে কাটা যত তাড়াতাড়ি সম্ভব নেমে যাবে।
পাতি লেবু:বাড়িতে পাতি লেবু থাকলে একটি পাতিলেবু কাটেন।এরপর লবন মাখিয়ে খেয়ে নিন।পাতিলেবু কাঁটা নরম করতে সাহায্য করে।আর একটি পাতিলেবু খেলে কাঁটা গলা থেকে নামতে বাধ্য।
পাঁকাকলা: কলা পিচ্ছিল, গলায় কাটা বিধলে দেরি না করে একটি পাঁকাকলা খেয়ে নিন।কাঁটা নেমে যাবে।
সাদা ভাত:সাদাভাত গরম গরম বল বানিয়ে খেয়ে নিন।মনে রাখবেন শুধুমাত্র সাদা ভাত খেলে কখনও কাঁটা নামবেনা। বল বানিয়ে খেলে কাঁটা নেমে যায়।
ভিনিগার:ভিনিগার শক্ত জিনিস নরম করে।তাই জলের সাথে ভিনিগার মিশিয়ে খেতে পারেন। এতে কাটা গলে নেমে যাবে।
হোমিওপ্যাথি ওষুধ:বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ সাইলেসিয়া রাখুন।এটি মাছের যে কোন শক্ত কাটাও নামিয়ে দেয় নিমেষে।