Bus fare kolkata – পরিবহন মাধ্যমের মধ্যে বাস একটি সবথেকে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম থেকে সমস্ত কিছুর বাজার মূল্য বেড়ে যাওয়ায় ফাঁপরে পড়েছেন সেই বাস মালিকেরা। তারা বহুদিন ধরে বাসের ভাড়া বাড়ানোর দাবি জানালেও সরকারি তরফে ভাড়া বাড়ানোর (Bus fare kolkata) কোনরকম নোটিশ জারি করা হয়নি। কিন্তু তারা বাস পরিষেবা কে অটুট রাখতে অচল না করতে নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নিয়েছে।
এবারে এই বাস ভাড়া বাড়লো নিয়েই কোর্টের তরফ থেকে এলো এক নতুন নির্দেশ? কি বলল কোর্ট। চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। হাইকোর্টের তরফে জানানো হলো কোনভাবেই বাড়ানো (Bus fare kolkata) যাবে না বাসের ভাড়া। ২০১৮ সালে বেরোনো লিস্ট মতই ভাড়া (Bus fare kolkata) নিতে হবে সমস্ত বাস মালিককে। তবে এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে একটি নতুন সুখবর দিল সরকার, ভাড়া না বাড়ানোর পাশাপাশি সরকারি তরফে জানানো হয়েছে, দিল্লীর একটি সংস্থার সঙ্গে ১১৮০টি ব্যাটারিচালিত ই বাস কেনার ব্যাপারে রাজ্য সরকার চুক্তিবদ্ধ হয়েছে সরকার।
আরও পড়ুন – WBPDCL Recruitment – ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টে নিয়োগ, আবেদনের বিস্তারিত জানুন।
ফিরাদ হাকিম পরিবহন মন্ত্রী থাকার সময় এই চুক্তি করা হয়েছিল যদিও বিভিন্ন অসুবিধের কারণে এখনো অব্দি সেই বাস গুলি পশ্চিমবঙ্গের মাটিতে এসে পৌঁছায়নি। তবে সরকারের জানানো হয়েছে খুব শিগগিরই এই বাসগুলি কলকাতায় এসে পৌঁছাবে। এই বাসগুলি ব্যাটারি অথবা সিএনজি চালিত হবে এবং সিএনজির দাম পেট্রোল ডিজেলের থেকে তুলনামূলক অনেক কম যার ফলে বাস মালিকরা লাভের মুখ দেখতে পাবে।
এ সঙ্গে সঙ্গে বহু ডিজেল চালিত বাস্কে একটি মেশিন বসিয়ে ডিজেল টু সিএনজি অথবা দুটোই দিয়ে চালানো যাবে এমন ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন বেসরকারি বাসের পুলিশ কেস বাবত বাকি রয়েছে লক্ষাধিক টাকা। ফিরহাদ হাকিম পরিবহনমন্ত্রী থাকার সময় তিনি একবার এই জরিমানার উপর ১০% সরকারি তরফে মিটিয়ে বাকি ৯০ শতাংশ ও ওভারস কিনে পরিবর্তন করে দিয়েছিলেন, আবারো সরকার একবার এরকম কিছু করার কথা ভাবছে।
তবে বাস মালিকরা এখন দাবি করছে দৈনিক পেন্ডিং পুলিস কেসের ৫০ শতাংশ অবিলম্বে মকুব করে অন্তত পুজো পর্যন্ত বাস মালিকদের সুরাহা করা হোক। তবে এখন দেখার বিষয়, এই নতুন বাস গুলি কবে পশ্চিমবঙ্গে এসে পৌঁছায় এবং পুরনো বাস গুলি কত তাড়াতাড়ি রিনোভেট করে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন – Dearness Allowance hike – জুলাই মাসে পঞ্চায়েত ভোট! ভোটের আগেই ডিএ নিয়ে আশার বার্তা।