
তিনি রক্ষাকর্তা, কারাের কাছে আবার তিনি ভগবান। কারোর কাছে সত্যিকারের নায়ক।করােনাকালে যাঁর আবির্ভাবে উপকৃত হয়েছে শয়ে শয়ে মানুষ। আর বলার অপেক্ষা রাখে না কার কথা বলা হচ্ছে, ইনি হলেন অভিনেতা সােনু সুদ।করােনাকালে তিনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার জন্য এবার তাঁকে বিশেষ সম্মান জানাল স্পাইসজেট।বিমানের গায়ে অভিনেতার ছবি লাগিয়ে সােনু সুদকে কুর্ণিশ জানাল এই বিমান সংস্থা। বিমানের গায়ে আঁকা সােনু সুদের মুখ, সঙ্গে রয়েছে পরিযায়ীদের দলও।আর পাশে লেখা রয়েছে, A Salute to the Saviour Sonu Sood, অর্থাৎ ‘রক্ষাকর্তা সােনু সুদকে স্যালুট’।
Remember coming from Moga to Mumbai on an unreserved ticket.
Thank you everyone for all the love. Miss my parents more. @flyspicejet pic.twitter.com/MYipwwYReG— sonu sood (@SonuSood) March 20, 2021
টুইটারে এই ছবি শেয়ার করলেন খােদ অভিনেতা।আর তার সাথেই করেছেন খানিকটা স্মৃতিচারণ। পাঞ্জাব থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসার সময় সােনুর কাছে ট্রেনের টিকিট কাটার ও পয়সা ছিল না বলে লেখেন অভিনেতা। বাবা মা পাশে না থাকাটা আজ বড় বেশি অনুভব করছি।এই সম্মান পেয়ে অভিনেতা বলেছেন আমি সত্যিই সম্মানিত বােধ করছি,এমন উপহার পেয়ে খুব খুশি। আমি আশা করি এভাবেই সকলকে আমি গর্বিত করতে পারব। আর আমি স্পাইসজেটের প্রতিও কৃতজ্ঞ থাকব কারণ তারাও বহু ভারতীয়কে মহামারীর সময়ে দেশে ফিরিয়ে এনেছে।