কন্যা রাশিফল,অক্টোবরঃ রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। রাশি অধিপতি বুধ।কন্যা রাশিতে বর্তমানে অবস্থান করছে রবি। তবে আগামী ১৭ অক্টোবর পরবর্তীতে তুলা রাশিতে গমন করবে। তুলা রাশিতে অবস্থান করছে বুধ।
আগামী ১৪অক্টোবর গতি পরিবর্তন করে বক্রগতিসম্পন্ন হবে। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু। রাশি অধিপতি বৃহস্পতি বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে। শনি অবস্থান করছে মকর রাশিতে। মেষ রাশিতে বক্রি অবস্থান করছে মঙ্গল।
৪অক্টোবর রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। রাহু অবস্থান করছে বৃষ রাশিতে। শুক্র অবস্থান করছে সিংহ রাশিতে। আগামী ২৩অক্টোবর রাশি পরিবর্তন করবে। ধন সম্পত্তির ক্ষেত্রে মধ্যম অবস্থান দ্বিতীয় রাশিতে বুধের।
সোনা ,তামা ,শিক্ষা,টেলিকম লোহা ও তেলের বিনিয়োগের ক্ষেত্রে শুভ। চতুর্থ রাশিতে শাস্ত্রমতে কিছু দোষ থাকলেও মাতৃসুখে শুভ এছাড়াও যানবাহন, ক্ষেত্র,ভূমি,ভবন প্রভৃতি ক্ষেত্রে শুভ। পঞ্চম রাশির অধিপতির ক্ষেত্রে সন্তানসুখ শুভ। এছাড়াও বিদ্যাশিক্ষা ও উচ্চ শিক্ষায় শুভ।
ষষ্ঠ রাশির ক্ষেত্রে শত্রু,রোগ,ঋন সংক্রান্ত বিষয়ে চিন্তা পরিশ্রান্ত নাও হতে পারে। প্রতিযোগিতার ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র শুভ। ক্রোধ বা রাগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।তাই সচেতন থাকা উচিৎ১৭ অক্টোবর অবধি।
সপ্তম অধিপতির অবস্থান শুভ হলেও মঙ্গলের বক্রি অবস্থান এর কারণে দাম্পত্য সুখ ততটা শুভ বলা যায় না।বাগবিতণ্ডা ,ঝগড়া,উগ্রতা এসব থেকে সাবধান। প্রেম প্রীতির ক্ষেত্রে মধ্যম অবস্থান। ভাগ্য ক্ষেত্রে রাহুর অবস্থান মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতি কর্ম রাশি শুভ অবস্থান ব্যবসা ও চাকরির ক্ষেত্রে শুভ আশা করা যায়। পঞ্চম পতি শনির দৃষ্টি আয় বা লাভের ক্ষেত্রে মধ্যম।