মা লক্ষীকে সন্তুষ্ট করতে চায় সবাই।আর হবে নাই বা কেন মা লক্ষীর আশির্বাদে সংসার ভরে যায় সুখ সমৃদ্ধিতে।পরিপূর্ণতার কোন ত্রুটি থাকেনা সংসারে।
তাই মা লক্ষীর আশীর্বাদ পেতে সকলেই উৎগ্রীব হয়ে থাকে। আর কিছু রাশি আছে যেসব রাশির উপর মায়ের আশীর্বাদ সবসময় থাকে।
বৃষ :
বৃষ রাশির জাতকরা সবসময় ভাগ্যবান থাকেন।এই রাশির গ্রহ শুক্র।এই রাশির জাতকদের কোন অর্থের অভাব থাকেনা।বৈদিক জ্যোতিষ হিসেবে শুক্রকে একটি সুখ,সম্পদ ও ঐতিহ্যের একটি উপাদান হিসেবে ধরা হয়।
কর্কট :
এই রাশির উপর মা লক্ষীর আশীর্বাদ আছে সবসময়।এই রাশির জাতকগন সবসময় পরিশ্রমী ও দৃঢ়প্রতিজ্ঞ হয়। এদের আর্থিকভাবে সমৃদ্ধিতে ভরপুর হওয়ার সুযোগ থাকে।
সিংহ :
এই রাশির উপরও মা লক্ষীর আশীর্বাদ আছে।এই রাশির জাতকরা পরিশ্রমী ও দক্ষ হন।উন্নতির চরম শিখরে উঠতে এদের যতটা সম্ভব পরিশ্রম করে থাকেন।আর তাই মা লক্ষীর এদের প্রতি কৃপাদৃষ্টি সবসময় থাকে।
বৃশ্চিক :
এদের মধ্যে প্রবল অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষা থাকে।পরিশ্রম করতে পারে জন্য এরা সহজেই সাফল্যের চরম শিখরে পৌঁছে যেতে পারে।এদের আর্থিকভাবে কখনও দূর্বল হতে দেখা যায় না।মা লক্ষীর আশীর্বাদ এদের উপর তাই সবসময় বর্ষিত থাকেবে।