Home রাশিফল আজ বৃহস্পতিবার দিনটি ভালো মন্দে আপনার কেমন যাবে দেখে নিন।

আজ বৃহস্পতিবার দিনটি ভালো মন্দে আপনার কেমন যাবে দেখে নিন।

আজকের রাশিফলঃ আজ বৃহস্পতিবার দিনটি ভালো মন্দে আপনার কেমন যাবে দেখে নিন।

মেষ : আপনার উন্নতি হবে‌।প্রশংসা পাবেন।মিটিয়ে ফেলবেন অনেক সমস্যা।প্রেমে ব‍্যার্থতা ও শুভ রঙ কালচে লাল।

বৃষ : শুভ রঙ ধূসর।ডাক্তার চাকুরীজীবি ও বিদ‍্যার্থীদের জন্য দিনটা ভালো।মন ভালো রেখে পরিবারের সাথে ঘুরতে যান।পুরোনো কাজ করে ফেলতে পারবেন।

মিথুন : পরিবারের কারো সরকারী চাকরি হতে পারে।গুরুত্বপূর্ণ দিন ও পরিকল্পনা করে কাজ করলে সক্ষম হবেন।

আরও পড়ুন :  আজ ১৭ জানুয়ারি রবিবার।আজকের রাশিফল।দেখে নিন দিনটি আপনার কেমন কাটবে?

কর্কট : দৃঢ়তার সঙ্গে কাজে সক্ষম হবেন।পরিবারের সাথে যাতে মতবিরোধ না হয় তাই মাথা ঠান্ডা রাখুন।স্বাস্থ্য ভালো থাকবে।শুভ রঙ কমলা।

সিংহ : গাড়ি চালানো থেকে বিরত থাকুন।নতুন চাকরি পেতে পারেন।শুভ রঙ সবুজ।প্রেমে সফলতা মিলবে।

কন‍্যা : পরিবারের সাথে আনন্দে ঘুরে বেড়িয়ে কাটাবেন।শুভ রঙ গোলাপি।প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন।বাড়িতে লোক সমাগম বাড়বে। আধ্যাত্মিক কাজকর্ম করবেন।

আরও পড়ুন :  আজ ২১ ফেব্রুয়ারি রবিবার।আজকের রাশিফল।দেখে নিন কেমন কাটবে আজকের দিন।
আরও পড়ুন :  আজ ২৬ফেব্রুয়ারি শুক্রবার।আজকের রাশিফল।দেখে নিন কেমন কাটবে আজকের দিন।

তুলা : পরিবারের সাথে সময় কাটান।ঠান্ডা মাথায় কাজ করুন।শুভ রঙ কালো।

বৃশ্চিক : চ‍্যালেন্জের মুখোমুখি হতে পারেন।শুভ রঙ সাদা।সুষ্ঠুভাবে একাধিক কাজ করতে পারেন।

ধনু : রান্নার ঝোঁক বাড়বে।গোপন প্রেম ফাঁসের সম্ভাবনা।পরিবারের সাথে সময় কাটান।নতুন কাজ পেতে পারেন।শূভ রঙ গাঢ় নীল।

মকর : পরিবারের সাথে আনন্দে কাটান।জীবনের ভালো দিন।বিয়ের যোগ আছে।নিজেকে মেলে ধরুন।নীল শূভ রঙ।

আরও পড়ুন :  বাড়িতে কয়েকটি নিয়ম মেনে চলুন, যা আপনাকে সৌভাগ্যবান করে তুলবে

কুম্ভ : বিদ‍্যার্থীদের জন‍্য আজ খুশির জোয়ার আনবে আজকের দিন।সিদ্ধান্ত নিতে হবে মাথা ঠান্ডা রেখে।নতুন কাজের পরিকল্পনা করতে পারেন।মেরুন শুভ রঙ।

মীন : কর্মক্ষেত্রে বসের সাথে ঝগড়া হতে পারে।কোন কাজ শেষ করে দীর্ঘ মেয়াদী ফল পেতে পারেন‌।স্বাস্থ্য ভালো থাকবে।শুভ রঙ হালকা হলুদ।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল