Advertisement

উচ্চ মাধ্যমিকের পর এই বিষয় নিয়ে পড়লে, সহজে মিলবে চাকরি ? Higher Secondary Examination 2023

Advertisement

Higher Secondary Examination – স্কুল জীবনের শেষ পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা শেষ মানেই প্রত্যেক পরিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার তাগিদে আর এক ধাপ এগোনো। উচ্চমাধ্যমিক পাশ করার পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবন সফল হওয়া যাবে এটা নিয়ে কমবেশি প্রত্যেকেই চিন্তিত থাকেন। ছেলে-মেয়ে কোন পথে পড়লে সহজে চাকরি (Job) পাবে সমস্ত অভিভাবকই সে চিন্তা করেন।

কিছুদিন আগেই উচ্চমাধ্যমিক (Higher Secondary Examination) পরীক্ষা শেষ হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর দ্বাদশ শ্রেণির ফলাফলের পরে একটিই সাধারণ প্রশ্ন থাকে যে এরপর কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত। কত শতাংশ নম্বর থাকলে কোন বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সহজে চাকরি মিলবে এই সকল কিছু নিয়ে শিক্ষার্থীরা যথেষ্ট দুশ্চিন্তায় থাকেন।

Advertisement
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

পিতামাতার স্বপ্ন ও প্রত্যাশাগুলি পূরণ করে সফল একটি ক্যারিয়ার গড়ার চিন্তা প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যেই থাকে।তাই আজ শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে চলে এসেছি। দ্বাদশ শ্রেনির পরে কোন কোন কোর্স বেছে নিতে পারেন এমন কিছু টিপস দিতে চলেছি। উচ্চমাধ্যমিকের পর কি নিয়ে পড়লে কিরকম সুযোগ রয়েছে? একনজরে দেখে নিন-

প্রথমত:- উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) পর ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের বিষয়টিকে নির্বাচন করে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পেয়ে থাকেন। এক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা নিজের পছন্দের বিষয়টি নিয়ে আরও বেশি জানতে আগ্রহী এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে নিজস্ব কেরিয়ার তৈরি করতে আগ্রহী তারা অবশ্যই নিজেদের পছন্দের বিষয়টিকে নিয়ে অনার্স করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর একজন শিক্ষার্থী সাহিত্য, অর্থনীতি, ভূগোল, চলচ্চিত্র, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, দর্শন, ভাষাতত্ত্ব, অংক, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, পরিসংখ্যান সহ আর্টস, সায়েন্স এবং কমার্সের অন্যান্য বিষয়গুলিতে অনার্স নিয়ে স্নাতকস্তরে ভর্তি হতে পারেন।

দ্বিতীয়ত:- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলি দিতে চান, তারা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এডুকেশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন -এর মতো তিনটি বিষয় নির্বাচন করে পাস কোর্সে ভর্তি হতে পারেন।

তৃতীয়ত:- অনেক ছাত্র-ছাত্রীরা রাজ্যের প্রাইমারি স্কুলগুলির শিক্ষকতা করতে আগ্রহী থাকেন, তারা উচ্চমাধ্যমিকের পর ডিএলএড কোর্সে ভর্তি হতে পারেন।এরফলে তারা আগামীতে নিজের স্বপ্নকে সত্যি করতে পারবেন।

চতুর্থত:- এছাড়াও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ছাত্র-ছাত্রীরা ভ্রমণ ও পর্যটন ব্যবস্থাপনা, ফ্যাশন ডিজাইনিং, অ্যানিমেশন ডিজাইনিং, ইভেন্ট ম্যানেজমেন্টের মতো প্রফেশনাল কোর্সগুলিতেও ভর্তি হতে পারেন। এছাড়াও ফটোগ্রাফি, ওয়েব ডিজাইনিং, অ্যানিমেশন, জেমোলজি -এর মতো বিষয়গুলিও রয়েছে।

পঞ্চমত:- উচ্চমাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বিএসসি নার্সিং -এর মতো কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য সর্ব ভারতীয় স্তরে যে পরীক্ষাগুলি নেওয়া হয়ে থাকে সেই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে পারেন।

ষষ্ঠত :- এছাড়াও ইতিপূর্বে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়ারা একইসাথে দুটি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। সুতরাং উচ্চমাধ্যমিকের পর একজন পড়ুয়া যে কোনো একটি ডিগ্রী কোর্সের পাশাপাশি অন্য একটি ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সুতরাং উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর একজন ছাত্র কিংবা ছাত্রীর কাছে ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য অসংখ্য বিষয় এবং নানাবিধ কোর্স রয়েছে। তবে যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেই সফল হওয়া যেতে পারে,কিন্তু তার জন্য ছাত্র অথবা ছাত্রীকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে জীবনে সফলতা আসবেই। তাই অহেতুক চিন্তা না করে নিজের পছন্দ মত বিষয় বেছে নিয়ে সফল জীবনের এগিয়ে যান।

আরও পড়ুন – ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন স্কুল যেখানে শিক্ষক থাকে, কিন্তু ছাত্র থাকে না জানেন কি?

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Join Join