Sahara refund portal – প্রত্যেকেই নিজের কষ্টের রোজগারের কিছুটা অংশ সঞ্চয় করে রাখার চেষ্টা করেন। যাতে ভবিষ্যৎতে কোন বিপদ হলে সেই সঞ্চয়ের টাকা কাজে লাগাতে পারেন। তাই সকলেই নানা জায়গায় বিনিয়োগ করেন। কেউ হয়ত ব্যাংকে বিনিয়োগ করেন আবার কেউ পোস্ট অফিসের স্কিম বেছে নেন বিনিয়োগ করার জন্য। আবার কেউ হয়ত বেশি রিটার্ন পাওয়ার আশায় বিভিন্ন বেসরকারি সংস্থায় বিনিয়োগ করেন। ভাগ্য ভাল থাকলে কেউ হয়ত নিজের বিনিয়োগের টাকা পান।আর যদি বেসরকারি সংস্থাটি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে পুরো টাকাই জলে চলে যায়।তখন বিনিয়োগকারীর কপালে হাত পরে।
রোজভ্যালি ও সাহারার মত এমনি কয়েকটি সংস্থায় সাধারণ মানুষ নিজেদের কষ্টের জমানো টাকা বিনিয়োগ করে নিজেদের সর্বস্ব হারিয়েছেন। রোজভ্যালি থেকে শুরু করে সাহারার মত বিভিন্ন চিট ফান্ডে (Chit Fund) লক্ষ লক্ষ ভারতীয়রা নিজেদের আমানত জমিয়েছিলেন। সাহারাতে বেশি রিটার্ন (Sahara refund portal) পাওয়ার আশায় যারা বিনিয়োগ করেছিলেন, তাঁদের কার্যত স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সাহারা জালিয়াতি করে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২৪০০০ কোটি টাকা তুলেছিল।
সাহারা দুর্নীতিতে টাকা আটকে যাওয়ার কারনে বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছিল। তবে এবার বিনিয়োগকারীরা তাদের কষ্টের রোজগারের খোয়ানো অর্থ ফিরে পেতে চলেছেন। সাধারণ মানুষের তিল তিল করে জমানো অর্থ খুব শীঘ্রই বিনিয়োগকারীরা ফিরে পাবেন। বিনিয়োগকারীদের এই অর্থ ফিরিয়ে (Sahara refund portal) দেবে কেন্দ্র সরকার। যে সব বিনিয়োগকারীদের বিনিয়োগের মেয়াদ পূর্ণ হয়ে গেছে তাঁরা টাকা ফেরত পাবেন৷ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর কেন্দ্র সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন – Atal Pension Yojana – ৫৭৭ টাকা জমা করে বিবাহিত স্বামী-স্ত্রী মাসে ১০,০০০ টাকা অব্দি পেতে পারেন।
বর্তমানে সাহারা ইন্ডিয়াতে সারা দেশের কয়েক লাখ মানুষের প্রচুর বিনিয়োগ আটকে রয়েছে। এর পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। প্রচুর বিনিয়োগকারীর পলিসির মেয়াদ শেষ হওয়ার পরেও অর্থ পাচ্ছেন না। তাই বিনিয়োগকারীদের একাংশ নিজেদের জমানো আমানত ফেরত পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপর সুপ্রিম কোর্ট ৫০০০ কোটি টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিনিয়োগকারীরা নিজেদের টাকা ফেরত পেতে চলেছেন।
মোদি সরকার গত মার্চ মাসেই ঘোষণা করেছিল যে সাহারা গ্রুপের প্রায় ১০ কোটি বিনিয়োগকারীর ৯ মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। সেই অনুযায়ী ১৮ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী ও কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ ‘সাহারা রিফান্ড পোর্টাল’ (Sahara refund portal) চালু করেছেন।এই পোর্টালের মাধ্যমেই সাধারণ মানুষ নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দিল্লির অটল অক্ষয় উর্জা ভবনে এই পোর্টালের উদ্বোধন করেছেন। এই পোর্টালেই সাহারার বিনিয়োগকারীদের অর্থ ফেরত আনতে পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে।
সাহারা রিফান্ড পোর্টালে (Sahara refund portal) আবেদন করবেন কীভাবে?
বিনিয়োগকারীদের সাহারা রিফান্ড পোর্টালে (Sahara refund portal) আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।যেভাবে আবেদন করবেন-
১) প্রথমে সাহারা রিফান্ড পোর্টাল বা ওয়েবসাইট mocrefund cres.gov.in এ যেতে হবে।
২) সেখানে গিয়ে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন করার সময়ই নানান গুরুত্বপূর্ণ নথিও জমা দিতে হবে।
৪) এই সমস্ত নথি ৩০ দিনের মধ্যে সাহারা গ্রুপের কমিটি যাচাই করবে।
৫) যাচাইকরণের পর ১৫ দিনের মধ্যে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
৬) বিনিয়োগকারীরা সবটাই এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন।
৭) পোর্টালে আবেদন করার ৪৫ দিনের মধ্যে বিনিয়োগকারীরা নিজেদের অর্থ ফেরত পেয়ে যাবেন।
আরও পড়ুন – LIC -এর দুর্দান্ত প্ল্যান ! সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর নেই চিন্তা।