ভোটার কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি। ভোট দেওয়ার পাশাপাশি আরো বহু কাজে এই ভোটার কার্ড প্রয়োজনীয়। তবে এর আগে Voter card আবেদন করার জন্য অথবা ভোটার কার্ডের সংশোধন করার জন্য,বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে নির্দিষ্ট সময়ে এর জন্য আবেদন করতে হতো। সেখান থেকে একটি ফর্ম দিতেন সেই ফর্ম ফিলাপ করে ডকুমেন্ট সহ তার কাছে জমা দিতে হতো এবং পরবর্তীতে আরো বেশ কিছু নিয়ম ফলো করে হাতে পাওয়া যেত Voter card. যেটি করতে বেশ খানিকটা সময় লাগতো।
তবে বর্তমানে কর্মব্যস্ততায় ভরা জীবনে গোটা একটি দিন কোন অফিসে গিয়ে সময় ব্যয় করা সম্ভব নয়। তাই এই সমস্ত কথা মাথায় রেখে সর্বোপরি লাখ লাখ ভোটারদের কথা মাথায় রেখে এই পুরো কাজটিকে অনলাইনে করার ব্যবস্থা করেছে ইলেকশন সার্ভিস কমিশন। জাতীয় নির্বাচন কমিশন Voter Service Portal এ আপনি বাড়ি বসে নির্ঝঞ্ঝাটে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন – Balika Samriddhi Yojana – পড়াশুনার সমস্ত খরচ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্পে।
শুধুমাত্র নতুন Voter card নয় আপনার Voter card কোনরকম ভুল থাকলেও আপনি অনলাইনে এই পোর্টালের মাধ্যমে আপনার ভোটার কার্ড সংশোধন করাতে পারবেন। এছাড়া আপনি যে বুথে ভোটার সেই বুথের বিস্তারিত তথ্য ও Voter card ডাউনলোড সমস্ত কাজগুলো আপনি অনলাইনের মাধ্যমে বাড়ি বসে এই পোর্টালে করতে পারবেন। ২০২৪ সালের লোকসভা ভোটে মেতে উঠবে গোটা দেশ ঠিক তার আগেই, আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই পোর্টালের মাধ্যমে বাড়ি বসে আপনার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করে নিন।
নিচের দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি ভোটার কার্ডের এই কাজ করতে পারবেন।
- ১) প্রথমে ভোটার সার্ভিস পোর্টালের সাইন আপ করুন সাইন আপ করার পর আপনার একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন অপশনে ক্লিক করে লগইন করুন।
- ২) এরপর আপনার সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে সেখানে ফর্ম নাম্বার সিক্স সিলেক্ট করুন।
- ৩) এই ফর্মটি নতুন ভোটার কার্ডে আবেদন করার জন্য। আবার আপনি যদি আপনার পুরনো ভোটার কার্ড বাতিল করতে চান সে ক্ষেত্রে সেভেন অপশনটি ক্লিক করুন।
- ৪) ভুল সংশোধন করতে গেলে ৮ নং এবং আধার ভোটার লিঙ্ক করতে গেলে ৬ বি ফর্ম টি সিলেক্ট করুন।
- ৫) আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেলে ওই পোর্টালের মধ্যে থাকায় ট্রাক অ্যাপ্লিকেশন অপশনের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন স্টেটাস আপনি বাড়ি বসেই চেক করতে পারবেন।
আরও পড়ুন – তবে কি পঞ্চায়েত ভোট বন্ধ হচ্ছে? রাজ্যে রাষ্ট্রপতি শাসন আনতে হবে !