বাড়িতে মা লক্ষীকে সন্তুষ্ট করতে চাইলে মেনে চলুন এই টিপসগুলি, ফল পাবেন হাতেনাতে।

মা লক্ষীকে ধন,রত্ন ও ঐশ্বর্যের দেবী বলা হয়।সকলেই চান নিজেদের বাড়িতে মা লক্ষীর বাস থাকুক।আর তাই মা লক্ষীকে সন্তষ্ট রেখে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে সকলেই চান।কিন্তু তবুও মা বাড়িতে থেকে সন্তুষ্ট হন না কিন্তু কেন ?
বাড়িতে যেসব জিনিস মা লক্ষীর সন্তুষ্টির পথে বাধা হয়ে দাড়ায়। জেনে নিন সেসব জিনিস আর সরিয়ে ফেলুন বাড়ি থেকে।
১/বাড়ি সবসময় পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন।
২/জলের কল খোলা রাখবেন না এতে শুধু জল অপচয় হয়না, পাশাপাশি অর্থের অপচয় হয়।
৩/মাকড়সার জাল থাকতে দেবেন না বাড়িতে।এটি অর্থ সঞ্চয় ও সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়।
৪/টাকা রাখার স্হান সবসময় উত্তর দিকে করবেন।
৫/ভাঙ্গা কাঁচ কখনও বাড়িতে রাখবেন না এটি দারিদ্র্য ডেকে আনে।
৬/পায়রার বাসা থাকলে তা এখুনি সরিয়ে ফেলুন কারন পায়রা আপনার সংসারে আর্থিক উন্নতির পথে বাধা তৈরী করে।
৭/পায়রার মতো মৌচাকও আপনার সংসারে আর্থিক উন্নতির অন্তরায় তাই অবিলম্বে মৌচাক ভেঙে ফেলুন।
উপরিউক্ত নিয়মগুলি মেনে চললে আর্থিক কিছুটা হলেও উন্নতি করতে পারবেন।আপনার সংসারে কিছুটা হলেও দৈন্যদশা ঘুচবে।