কলকাতায় ফের বাড়ছে করােনা, বিধি মেনে চলতে জোড়হাত ফিরহাদের, কড়া হচ্ছে পুলিশও

কলকাতায় ফের বাড়ছে করোনা ভাইরাসের দাপট।গত কয়েক দিন ধরেই রাজ্যে করােনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।তাই কলকাতার করােনা পরিস্থিতি নিয়ে এবার নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন।এই পরিস্থিতিতে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, ‘কলকাতার নাগরিকদের হাতজোড় করে অনুরােধ করছি, আপনারা মুখে মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন। তা হলে বিপদ এড়ানাে যাবে।উদ্বেগ প্রকাশ করে ফিরহাদ বলেন, সচেতন না হলে অন্য রাজ্যের মত আমাদেরও লকডাউনের পথে হাঁটতে হতে পারে। একইসঙ্গে রাজ্যবাসীকে করোনার প্রতিষেধক নেওয়ার অনুরােধ জানান ফিরহাদ। তিনি বলেন, বয়স্ক এবং যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের টিকা নিতে অনুরােধ করছি। কোভিড টেস্ট বাড়ানাের চেষ্টা চলছে। আমার প্রত্যেককেই টিকা দেওয়ার বিষয়ে কেন্দ্রকে বলেছি,তবে এখনও জবাব আসেনি।
ফিরহাদ জানান শুক্রবার কলকাতায় ১৫০ জন আক্রান্ত হয়েছেন। যা দিন কয়েক আগে ৩০-এ নেমে গিয়েছিল।
কলকাতা ছাড়াও হাওড়া এবং দুই ২৪ পরগনাতেও করােনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভােটের মরসুমে মিটিং-মিছিলে করােনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়িয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা।একদিকে যেমন কলকাতা পুরসভার তরফে সচেতনতার বিষয়ে জোর দেওয়া হচ্ছে, তেমনই পুলিশের তরফে রাস্তাঘাটে নজরদারিও বাড়ানাে হচ্ছে। শুক্রবার লালবাজারে সমস্ত ডিসি-দের নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা।ওই বৈঠকে মাস্ক এবং দুরত্ববিধি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যাঁরা করােনার বিধি মানবেন না, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথে হাঁটতে চলেছে লালবাজার।চিকিৎসকদের বক্তব্য মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমনই পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও কড়া হতে হবে।এখনই কড়া হাতে পরিস্থিতি মােকাবিলা না করলে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে বাংলায়।