আগামী শিক্ষাবর্ষে 2021 সরকারি স্কুলের ছুটির তালিকায় বড়সড় রথ বদল, গরমের ছুটি কমে বাড়ল পুজোর ছুটি

নিউজ ডেস্কঃ সরকারি ও সরকার পােষিত স্কুলগুলিতে আগামী শিক্ষাবর্ষে ছুটির তালিকায় বড়সড় পরিবর্তন হল। পুজোতে থাকছে লম্বা ছুটি, কিন্তু অন্যদিকে গরমের ছুটি কমছে। রাজ্য শিক্ষা দপ্তর আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে। মে মাসের 24 থেকে জুন মাসের 3 পর্যন্ত গরমের ছুটি থাকবে। কিন্তু পুজোর ছুটি থাকবে টানা 26 দিন, 11 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত। একইসঙ্গে পরের বছর স্কুলের ছুটির তালিকায় মিলবে নতুন দুটি সরকারি ছুটি। 18 ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন এবং 9 এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে দুটি নতুন ছুটি যােগ হয়েছে। 13 জুলাই ভানুভক্তের জন্মদিন উপলক্ষ্যে দার্জিলিং এবং কালিম্পং এর স্কুলে ছুটি থাকবে।
যেসব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পরীক্ষা হবে তাদের অতিরিক্ত ছুটি থাকবে। মাধ্যমিকের জন্য ৯ দিন এবং উচ্চ মাধ্যমিকের জন্য ১৩ দিন। সেইসঙ্গে স্কুলগুলি আরও 5 দিন ছুটি পাবে, সেই ছুটি কবে নেওয়া হবে তা স্কুল পরিচালন সমিতি ও শিক্ষক শিক্ষিকাদের মিলে ঠিক করতে হবে।
ছট পূজার জন্য আগামী বছর টানা দুদিন ছুটি পাবে রাজ্যের ছাত্রছাত্রীরা।
নতুন বছরের শিক্ষাবর্ষে পঠন-পাঠনের জন্য বরাদ্দ থাকছে ২৩৬ দিন। তবে যে সব স্কুলে মাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৭ দিন ও যেখানে উচ্চ মাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৩ দিন স্কুল হবে।রাজ্যে ১ জুন থেকে শুরু হবে মাধ্যমিক পরিক্ষা আর উচ্চ মাধ্যমিক পরিক্ষা ১৫ জুন থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত। একথা আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।