
সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকের গান ভাইরাল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে।হিরো আলম, রানু মন্ডল, বাদামওয়ালা ভুবন বাদ্যকারের মত অনেকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছে। এরা যেভাবে অশিক্ষিত এক সমাজের কাছে তুলে ধরে ভাইরাল হয়েছে, তা অসুস্থ অপসংস্কৃতিটাকে আরো চরম উৎসাহ দেওয়া হচ্ছে।বর্তমানে সংস্কৃতি আর অপসংস্কৃতির পার্থক্যই আমরা যেন বুঝতে পারি না।বর্তমান এই ভাইরালের যুগে আসল প্রতিভা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে।অসাধারণ এক প্রতিভার কন্ঠস্বর শুনুন, শুনেই দেখুন প্রাণ জুড়িয়ে যাবে।
এই মেয়েটির নাম সুতপা। বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদণ্ডা হাই স্কুল ছাত্রী। কি দারুণ মিষ্টি কন্ঠস্বর, তালিম ও সবদিক সাপোর্ট পেলে মেয়েটি হয়তো একদিন বড় মাপের শিল্পী হতে পারবে।এই রকম টেলেন্ট এর খোজ সবাই করে কেউ হয়ত খোজ পায় আবার কেউ কদর করে না।