
দাড়ি কামানাের জন্য সাধারণত কী কী প্রয়ােজন তা আমরা সবাই জানি। একটা ব্রাশ, একটা শেভিং ক্রিম আর সেটা হাতের কাছে না পেলে সাবান দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায়। আর যদি তাও না থাকে তাহলে গালে একটু জল দিয়ে ক্ষুরের আলতাে টানেই দিব্যি সাফ করে নেওয়া যায় নিজেকে।আর কিছুর প্রয়োজন হয়না।কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ভদ্রলােক সেই ন্যূনতম সামগ্রী ব্যবহারেরও ধার কাছ দিয়ে যাচ্ছেন না। জল তিনি ব্যবহার করেছেন কিনা, তা ভিডিও দেখে স্পষ্ট করে বােঝা যাচ্ছে না।তবে ক্ষুর বা ব্লেড যে তিনি ব্যবহার করছেন না, সেটুকু খুব ভালাে ভাবেই স্পষ্ট আর তাতেই চমকে উঠতে হচ্ছে সবাইকে।
একটা দামি রেজারে যে ভাবে ব্লেড বসানাে থাকে, ঠিক সেই ভাবে এই ভদ্রলােক কাঠি দিয়ে একটা ত্রিকোণ গঠন করে তার এক প্রান্তে পর পর সুতাে লাগিয়ে দিয়েছেন। তার পর তার হালকা টানে দিব্যি চকচকে করে তুলছেন গাল,যা ভিডিওটিতে দেখা যাচ্ছে।এই বয়স্ক ভদ্রলােককে নিজস্ব উদ্ভাবনী শক্তি প্রয়ােগ করে দাড়ি কামাতে দেখা গেল।তবে এই ভদ্রলােক কোথায় থাকেন, কী করেন, তাঁর আর্থিক অবস্থা কেমন, কেন তিনি এই ভাবে দাড়ি কামাচ্ছেন, এটা তাঁর শখ নাকি বাধ্যবাধ্যকতা- এই জাতীয় কোনও তথ্যই পাওয়া যায়নি। তবে এটাই প্রথম নয়, এর আগেও এক ভদ্রলােক ঘরােয়া পদ্ধতিতে নিজেই নিজের চুল ছেঁটে সােশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন।একটা চিরুনি, একটা ক্লিপ,আর একটা ব্লেড ব্যবহার করে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন।