নিউজ ডেস্কঃ সারা বিশ্বের সাথে সাথেই ভারতেও চলছে করোনা অতিমারির তান্ডব।গত ২০২০ সালে এই করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলেও এর তান্ডব কিন্তু এখনো পুরোপুরি মুছে যায়নি।এরই মধ্যে আবার নতুন করে ৪ টি রাজ্যে শুরু হয়েছে বার্ড ফ্লু।
এই বার্ড ফ্লু দেখা গিয়েছে হিমাচলপ্রদেশ,মধ্যপ্রদেশ,কেরল ও রাজস্থানে।গুরুত্বপূর্ণ বিষয় হলো করোনার থেকে বাচার জন্য স্যানিটাইজেশন,মাস্ক, সামাজিক দূরত্ব ইত্যাদি বজায় রেখে চললেও বার্ড ফ্লুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা।কারন এটা এক প্রানী থেকে অন্য প্রানীতে ট্রান্সফার হয় খুব শ্রীঘ্রই। ইতিমধ্যে যা খবর তাতে জানা গিয়েছে কাল অবধি কেরলে ৪০০০ পাখি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।হিমাচল প্রদেশের সরকার মাংস কাটা ও বিক্রি বন্ধ করে দিয়েছে।সবচেয়ে বড় বিষয় এতদিন ধরে শোনা না গেলেও এই প্রথম জানা গিয়েছে ময়ুরের দেহেও বার্ড ফ্লু এর সংক্রমন দেখা গিয়েছে।
তাই এখন এর থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে যারা আমিষভোজী যেমন ডিম,মাংস খান তারা একটু অন্যরকম খাবার অভ্যাস করুন।অথবা এসব খেলেও পুরোপুরি সেদ্ধ করে মাংস বা ডিম খেতে পারেন।অন্যথায় হিতে বিপরীত হয়ে যেতে পারে।দিল্লির গাজিপুরমুন্ডিতে মুরগির বড় বাজার আছে সেখান থেকে কিনে কিছু লোকাল মারকেটে ও কিছু বাইরের রাজ্যে রপ্তানি করা হয় মুরগি।হিমাচল প্রদেশের সরকারের মতো অন্যান্য রাজ্য যদি নিষেধাজ্ঞা জারি করে তবে আশা করি অনেকটাই রোখা যাবে বার্ড ফ্লু।