নিউজ ডেস্কঃ রাজনাথ সিং ও মোহন ভাগবতের পর এবার চিনের বিরুদ্ধে আওয়াজ তুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রবিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এসেছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম সফরে।
এদিন তিনি সিকিমে এলএসিতে সেনার সাথে অস্ত্র পুজায় অংশগ্রহণ করে বলেন,”দেশের এক ইঞ্চি জমিতে কাউকে পা দিতে দেবেনা আমাদের সেনা। “এই মন্তব্যের পরই মুখ খোলেন অজিত দোভাল। তিনি বলেন,”দেশের যেখানেই দেশের বিরুদ্ধে হুমকি চলবে সেখানেই লড়াই করবে ভারতীয় সেনা।
“আমাদের এ দেশের ধারণা দিয়েছিলেন মণিষীরা তাই আমরা যেভাবেই হোক সেটা রক্ষা করবো।এ পর্যন্ত যতবারই চিন বিরুদ্ধাচরণ করেছে দেশের ততবারই তারা মোক্ষম জবাব পেয়েছে।