Home দেশ Sonu Sood-এর চমক, আচমকা অনুরাগীর ফাস্টফুডের স্টলে হাজির অভিনেতা

Sonu Sood-এর চমক, আচমকা অনুরাগীর ফাস্টফুডের স্টলে হাজির অভিনেতা

নিউজ ডেস্কঃ Sonu Sood-এর চমক, আচমকা অনুরাগীর ফাস্টফুডের স্টলে হাজির অভিনেতা, রাঁধলেন ও খেলেন ভাবুন তাে, কাজের জায়গায় যদি হঠাৎ আপনার প্রিয় তারকা এসে হাজির হয় তা হলে কেমন লাগবে? অনেকটা স্বপ্নের মতাে লাগছে তাে! সেই স্বপ্নই পুরণ হল হায়দরাবাদের অনিলের।

Sonu Sood's dazzling, abrupt fan appearing in a fast food stall

লকডাউনের সময় অভিনেতা সােনু সুদকে পথে নেমে কাজ করতে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অনিল। প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাতে তাঁর নামেই তৈরি করেন খাবারের স্টল। সেই ‘লক্ষ্মী সােনু সুদ ফাস্ট ফুড’ স্টলে পা রাখলেন সােনু সুদ নিজে! আচমকাই সেই স্টলে গিয়ে হাজির হলেন অভিনেতা সােনু সুদ। প্রিয় তারকাকে এভাবে তাঁর দোকানের সামনে দেখে অবাক অনিল। শুধু অনিলের স্টলে গিয়ে হাজির হওয়াই নয়, তাঁর দোকানের এগ ফ্রায়েড রাইস, মাঞ্চুরিয়ান খেলেন সােনু। নিজের হাতে রাঁধতেও দেখা গেল অভিনেতাকে।

আরও পড়ুন :  মহাকাশ থেকে ভোট দিলেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে

সােনু সুদ জানান, “সােশ্যাল মিডিয়াতে আমি অনিলের স্টলটি দেখি। তখনই আমার মনে হয়েছিল, ওই স্টলে যাওয়ার কথা। আজকে সুযােগ পেতেই তাই চলে এলাম।সােনু সুদ যখন অনিলের দোকানে পৌঁছাতেই তাঁকে ঘিরে ধরেন স্টলের কর্মীরা, সােনুর গলায় পরিয়ে দেন ফুলের মালা। সেই মালা আবার এক বয়স্ক মহিলাকে সম্মান জানিয়ে তার গলায় পরিয়ে দেয় সােনু সুদ।প্রিয় তারকার এই ব্যবহারে উপস্থিত সকলেই খুব আনন্দিত। দোকানের মালিক অনিলের ব্যবসা যাতে বড় হয়। আরও উন্নতি হয় এই প্রার্থনা তিনি করেছেন।বর্তমানে গােটা দেশবাসীর কাছে সােনু সুদ ‘মাসিহা’ হয়ে উঠেছেন তিনিই যেন ঈশ্বরের দূত।

আরও পড়ুন :  অযোধ্যায় প্রস্তাবিত মসজিদের নকশার ব্লু প্রিন্টও প্রকাশ‍্যে এলো, যা নজর কেড়েছে সকলের

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল