India Post Office Recruitment – আপনি কী অষ্টম শ্রেণি পাশ? তাহলে আপনার জন্য বিরাট একটি সুসংবাদ রয়েছে। খুবই নূন্যতম যোগ্যতা পোস্ট অফিসে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অফিস কর্তৃক এই নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অষ্টম শ্রেণি পাশ যোগ্যতা থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত বেকার কর্মপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। শূন্যপদ কত, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্ৰক্ৰিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল-
পোস্ট অফিসে কর্মী নিয়োগ (India Post Office Recruitment).
মোট শূন্যপদ:- মোট ১০ টি শূন্যপদ রয়েছে।যে যে শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হল:-
Post Name | শূন্যপদ (Post Vacancy) |
Mechanic (Motor Vehicle) | 3 টি |
Motor Vehicle Electrician | 2 টি |
Welder | 1 টি |
Tyreman | 1 টি |
Painter | 1 টি |
Blacksmith | 1 টি |
Tinsmith | 1 টি |
শিক্ষাগত যোগ্যতা (Eligibility Qualification).
আবেদনকারী প্রার্থীকে অষ্টম পাশ হতে হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন – WB Summer Vacation: এই মুহূর্তের খবর, বাতিল গরমের ছুটি! কি বললেন মুখ্যমন্ত্রী।
বয়সসীমা (Age Limit Post Office Recruitment).
আবেদনকারী প্রার্থীর নূন্যতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেনির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন (Salary Pay Scale) – এক্ষেত্রে মাসিক বেতন 19 হাজার টাকা থেকে শুরু।
আবেদন প্রক্রিয়া ( How To Apply For This Post Office Recruitment).
প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে বা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সরাসরি আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে পারবেন। অফিসিয়াল নোটিশের 3 নং পাতায় আবেদন পত্র দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট প্রিন্ট আউট বের করে নিতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে (Documents required For This Post Office Recruitment).
- ১) বয়সের প্রমাণপত্ৰ,
- ২) শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট,
- ৩)জাতিগত সংশয় পত্র (যদি থাকে),
- ৪) আধার বা ভোটার কার্ড,
- ৫)পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- ৬) পদ সম্পৰ্কীয় অতিরিক্ত যোগ্যতা,
আবেদনের তারিখ – উক্ত পদগুলির জন্য প্রার্থীরা 13-05-2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process For This Post Office Recruitment).
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এই আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিবেন।আপনি পোস্ট অফিসে চাকরি করতে ইচ্ছুক কি?তাহলে খুব শীঘ্রই আপনার পোস্ট অফিসে চাকরি করার সপ্ন পূরণ হতে চলেছে।তাই আর বিলম্ব না করে দ্রুত আবেদন করে ফেলুন।
- অফিসিয়াল নোটিশ – Click Here
- অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
FAQ regarding Post Office Recruitment
How To Apply For This Post Office Recruitment?
– Download Official Notification and form, And Apply Offline.
Eligibility Qualification For This Post Office Recruitment?
– Eight Pass.
Last Date of Application?
= 13-05-2023