Home আন্তর্জাতিক চিনের আকাশে এক সঙ্গে জাজ্বল্যমান ৩ সূর্য, দেখুন ভিডিও

চিনের আকাশে এক সঙ্গে জাজ্বল্যমান ৩ সূর্য, দেখুন ভিডিও

নিউজ ডেস্ক: যদি প্রশ্ন করা যায় আমরা ঘুম থেকে উঠে কয়টা সূর্য দেখি ? উত্তর আসবে একটা। কিন্তু এদিন চিনে সকালে উঠেই দেখা গেলো তিনটি সূর্য। শুনে অবাক হলেন তো।অবাক হওয়ার কিছু নেই।

চিনের মোহে শহরের বাসিন্দারা টানা তিনঘন্টা সকাল ৬:৩০ থেকে ৯:৩০ অবধি এই ঘটনা সাক্ষী থাকলো।এই ঘটনার নাম সান ডগস। সিরাস মেঘের হাই অল্টিচ‍্যুডের মধ‍্য দিয়ে যখন সূর্যরশ্মি যায় সেই সময় এমন ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন :  প্রাক্তন অধিনায়ক সৌরভকে নিয়ে ট্রোল করতে গিয়ে নেটিজেনদের রােষের মুখে এক বাঙালি

সূর্য যে উচ্চতায় রয়েছে সেই অবস্থানে দেখা যায় ফ‍্যান্টম সানসকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে কোন ঋতুতে এ দৃশ্য দেখা গেলেও এত দীর্ঘ সময় এইবারই প্রথম। বর্তমানে তুকিয়াং প্রদেশের মোহে শহরের এই ভিডিও রীতিমতো স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন :  গাড়ির হুড খুলে নাচছে নতুন বউ আর বরপক্ষের সকলে কিন্তু হঠাৎ ঘটে গেল চরম বিপত্তি,

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল