নিউজ ডেস্কঃ কচি শিশু,শরীরের থেকে যায়নি মায়ের দুধের গন্ধ।এমন অবস্থায় যদি সেই শিশুকে কষাই খানায় যেতে হয় তো ?
হ্যা এমনই ঘটনার সাক্ষী থাকলো নিউজিল্যান্ড।যেখানে দেখা গিয়েছে এক দুধের শিশুকে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কষাইখানায়।আর সেই গাড়ির পেছনে পেছনে দৌড়াতে দেখা গিয়েছে ঐ শিশুটার ‘মা'(গাভী)কে।তবে শেষের দিকে মাকে হার মানতে হয় গাড়ির স্পিডের কাছে।
এ হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে কান্না করে দিয়েছে।ভিডিও প্রকাশ্যে এনেছে নিউজিল্যান্ডের একটি পশুপ্রেমী সংস্থা।এই ভিডিও দেখে অনেকেই পুনরায় ভাবতে শুরু করেছে আমাদের বিবেক কোথায়?