Home আন্তর্জাতিক 'ভিক্ষুক' থাকেন ৮০ লাখ টাকার সুবিশাল ফ্ল্যাটে!

‘ভিক্ষুক’ থাকেন ৮০ লাখ টাকার সুবিশাল ফ্ল্যাটে!

নিউজ ডেস্ক : পেশায় তিনি ভিক্ষুক। তবে ভিক্ষুক হলে কি হবে তাকে ভিক্ষুক বলে সম্বোধন না করে বাদশা বলে সম্বোধন করাই মনে হয় ভালো হবে কারন তার বাসস্থানকে “আলিশান”বললেও কম বলা হবে। এই ভিক্ষুক যেই ফ্লাটে থাকেন তার দাম ৮০ লাখ টাকা।

আরও পড়ুন :  ভালো সিনেমার জন্যে ভালো পুরুস্কার দেওয়া হয়, কিন্তু খারাপ সিনেমা সে বেলায় কি পুরুস্কার মেলে ?

মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করা ভিক্ষুক ভরত জৈন এই ফ্লাটেই থাকেন। চমকে যাবেন না ভিক্ষুক ভরত জৈনের প্রত্যেক মাসে রোজগার ৭৫-৮০ হাজার টাকা। অবাক হলেন তো!অবাক হয়েছেন অনেকেই এই খবর প্রকাশ্যে আসায়। ভারতের সবথেকে ধনী ভিখারিদের নাম করলে প্রথমে সম্ভবত ভরত জৈনের নামই উঠৈ আসবে।

আরও পড়ুন :  অবিকল মানুষের মতো বাইক চালাচ্ছে বিশাল এক কালাে গরু, ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও

সম্ভবত ভারতের কোন মূখ্যমন্ত্রী বা আমলারাও এত বেতন পান না। ভরত ভিক্ষা করেন মুম্বাইয়ের শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দানে।দৈনিক তিনি সেখানে আট থেকে দশ ঘন্টা ডিউটি করে ফেরেন রাত দশটা নাগাদ। ভরত জানায় ভিক্ষার আয় ছাড়াও তার একটি দোকান আছে যেটি ভাড়া দেওয়া হয়েছে।

আরও পড়ুন :  এ বার ‘ডিজিটাল’ ফ্রাঙ্কফুর্ট বইমেলা
আরও পড়ুন :  প্রাক্তন অধিনায়ক সৌরভকে নিয়ে ট্রোল করতে গিয়ে নেটিজেনদের রােষের মুখে এক বাঙালি

মাসিক সেই দোকান থেকে দশ হাজার টাকা আয় হয় ভরতের।স্ত্রী দুই ছেলে বাবা ও ভাই এবং ভরত মিলে তাদের ছয়জনের সংসার।দুই ছেলে বর্তমানে পড়াশোনা করছে।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল