নিউজ ডেস্ক: এক দিনের জন্য প্রধানমন্ত্রী হলো তাও আবার মাত্র ১৬ বছরের কিশোরী! ভেবে অবাক হবেননা। সম্প্রতি এমনটাই ঘটেছে ফিনল্যান্ডে।এদিন সে দেশের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য সমস্ত দায়িত্ব তুলে দিলেন ১৬ বছরের ঐ কিশোরীর হাতে।
সম্প্রতি ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল নারী অধিকার রক্ষা প্রচার অভিযান। আর সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। দক্ষিণ ফিনল্যান্ডের ভাস্কাইয়ের বাসিন্দা ১৬ বছরের কিশোরী আভা মুরতো একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে ভীষণ উচ্ছ্বসিত।
তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একদিনের জন্য হলেও তিনি দেশের আইন ব্যবস্থা সম্পর্কে অনেক কিছুই শিখেছেন প্রধানমন্ত্রী হয়ে।উচ্ছ্বাস গোপন না করে এই ছোট্ট প্রধানমন্ত্রী বলেছেন,”মেয়েদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়া শিখতে হবে।
প্রযুক্তিগত ব্যাপারে তারাও যে ছেলেদের থেকে কম নয় একথা মাথায় রাখতে হবে।” এছাড়াও আভা বলেন ছোটদের থেকেও বড়দের কিছু শেখার আছে।